এইতো কিছুদিন আগেও
এক পশলা বৃষ্টি এলেই, বলটা নিয়ে দল বেঁধে যেতাম ছুটে- সবুজ মাঠে
কিভাবে যে ফুরাতো সময়? আজও তা হয়নি জানা হিসাব কষে-
বাবা কিংবা মা এলেই তবেই সাঙ্গ হত দুরন্তপনা।
রোজ বিকালে মাঠ জুড়ে কত রকমের যে চলত খেলা
গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ
স্মৃতিকাতর সেই দিনগুলি আজ বড্ড মনে পড়ে।
সকালের সিক্ততা ছাড়িয়ে দুপুর গড়িয়ে কখন যে সন্ধ্যার আগমনী সামনে এসে দাঁড়ালো-
বুঝে উঠতে পারিনি, অথচ স্বপ্নের সিংহভাগ এখনো হয়নি করা পূরণ।
ব্যস্ততা নামক গানের ভিড়ে জীবনের ছবিগুলো দিনে দিনে হারিয়েছে রঙ,
সময়ের তালে নিজেকে দাঁড় করাতে রঙহীন ছবিগুলোকে কৃত্রিম হাসি দিয়ে বলেছি এটাই জীবন।
এখন হিসাবের খাতা খুলে নিজেকে বড় অপরাধী মনে হয়
ভুলে ভরা রেখে আসা দিনগুলি নিরবে আমাকে কাঁদায়, বড় বেশি কাঁদায়।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২৫