এ দেশ আমার; প্রাণের দেশ, দেশই আমার মা,
আমার দেহের প্রতিটি গ্রন্থিতে এ দেশেরই জল- মাটির উপাদান
খুুঁজেছি যা সুখের সন্ধানে--
সবই যেন ছড়িয়ে দিয়েছে এ দেশেরই বুকে, ঐ অসীম স্রষ্টা।
কি করে দিব প্রতিদান? আমি যে শূন্যে হস্তের পথিক।
তাই; বুকের পাঁজরে রেখেছি লিখে-- দেশেরই তরে হবে এ দেহ দান।
কুল কুল শব্দের বয়ে চলা নদীর মুগ্ধতায় নিজেকে স্বর্গীয় সুখে ভিজিয়েছি বহুবার-- প্রতিদান নেইনি নদী
কোকিলের মধুুর ডাকটি শুনছি ত্রিশ বসন্ত ধরে,
সোনালী ধানের শীষের মায়াবী ছবি দু;চোখকে রেখেছে করে ঋনী।
কি করে দিব এ ঋন? আমি যে শূন্য হস্তের পথিক।
তাই; বুকের পাঁজরে রেখেছি লিখে -- দেশেরই তরে হবে এ দেহ দান।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১