এই বছরের শুরুর দিকে অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনের ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছিল গুগল যা ‘এল রিলিজ’ নামে সবার সামনে তুলে ধরা হয়।
কোন বিশেষ নাম দেওয়ার পরিবর্তে নাম কি হতে পারে, সেটি অনুমানের আহ্বান জানানো হয় সবাইকে। তবে অ্যান্ড্রয়েড পুলিশ কিছু সোর্সকোড হাতে পেয়েছে যা থেকে তাঁরা ধারণা করছে, Lemon Meringue Pie নামে আসছে পরবর্তী অ্যান্ড্রয়েড।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনের এসডিকে, অঘোষিত এইচটিসি ট্যাবের ওয়াই-ফাই সার্টিফিকেশন এবং এই রিলিজের জন্য গুগলের অভ্যন্তরীণ নাম তাঁরা হাতে পেয়েছে।
তবে মজার ব্যাপার হচ্ছে, অ্যান্ড্রয়েড ৪.৪ এর ক্ষেত্রে প্রথমে নামকরণ করা হয়েছিল KLP বা Key Lime Pie। তবে পরবর্তীতে বাজারে আনা হয় কিটক্যাট নামে। তাই ধারণা করা হচ্ছে, এবারও একই ঘটনা ঘটতে পারে। হয়তো কোন অতিপরিচিত নামেই আসতে পারে অ্যান্ড্রয়েড এল।