পরিধানযোগ্য ডিভাইস, মোবাইল ও বিদ্যুতচালিত গাড়ির জন্য শীঘ্রই বাজার আসছে প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে সাশ্রয়ী ও দ্বিগুন ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
সলিড-স্টেট ব্যাটারি নামে পরিচিত বিশেষ ধরনের ব্যাটারি বর্তমান বাজারে পাওয়া গেলেও দাম অনেক বেশী, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। মূলত তারবিহীন সেন্সরগুলোতে ব্যবহৃত হয় এই ব্যাটারিগুলো। তবে বর্তমান বাজারমুল্য থেকে কম খরচে ব্যাটারিগুলো বাজারজাত করার দাবী জানিয়েছে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ্ল্যাইড ম্যাটেরিয়ালস।
সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো ব্যবহৃত তরল লিথিয়াম ইলেক্ট্রোলাটের পরিবর্তে ধাতব লিথিয়াম ইলেক্ট্রোড ব্যবহার করে তৈরি হবে সলিড-স্টেট ব্যাটারিগুলো। ফলে এদের প্রস্তুতপ্রক্রিয়া হবে সাশ্রয়ি, আকারেও হবে ছোট।
এ ছাড়াও তরল লিথিয়াম ইলেক্ট্রোলাইট একটি দাহ্য পদার্থ, তবে ধাতব লিথিয়াম ইলেক্ট্রোডগুলো তা নয়। ফলে নতুন ধরনের ব্যাটারিগুলোর ব্যবহার হবে নিরাপদ।
ব্যাটারিগুলো ব্যাপক পরিসরে বাজারজাতকরণ সম্ভব হলে ব্যাটারিচালিত গ্যাজেটগুলোর দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে চার্জ দেয়ার ঝামেলা কমে আসবে অনেকটাই। পাশাপাশি ব্যাটারিচালিত গাড়িগুলো ব্যাটারির মাধ্যমে গ্যাসচালিত গাড়িগুলোর সমমানের সেবা দিতে পারবে। বিশেষত প্রয়োজন হবে না জটিল কুলিং সিস্টেমের।
পরিধানযোগ্য ডিভাইস, মোবাইল ও বিদ্যুতচালিত গাড়ির জন্য শীঘ্রই বাজার আসছে প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে সাশ্রয়ী ও দ্বিগুন ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
সলিড-স্টেট ব্যাটারি নামে পরিচিত বিশেষ ধরনের ব্যাটারি বর্তমান বাজারে পাওয়া গেলেও দাম অনেক বেশী, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। মূলত তারবিহীন সেন্সরগুলোতে ব্যবহৃত হয় এই ব্যাটারিগুলো। তবে বর্তমান বাজারমুল্য থেকে কম খরচে ব্যাটারিগুলো বাজারজাত করার দাবী জানিয়েছে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ্ল্যাইড ম্যাটেরিয়ালস।
সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো ব্যবহৃত তরল লিথিয়াম ইলেক্ট্রোলাটের পরিবর্তে ধাতব লিথিয়াম ইলেক্ট্রোড ব্যবহার করে তৈরি হবে সলিড-স্টেট ব্যাটারিগুলো। ফলে এদের প্রস্তুতপ্রক্রিয়া হবে সাশ্রয়ি, আকারেও হবে ছোট।
এ ছাড়াও তরল লিথিয়াম ইলেক্ট্রোলাইট একটি দাহ্য পদার্থ, তবে ধাতব লিথিয়াম ইলেক্ট্রোডগুলো তা নয়। ফলে নতুন ধরনের ব্যাটারিগুলোর ব্যবহার হবে নিরাপদ।
ব্যাটারিগুলো ব্যাপক পরিসরে বাজারজাতকরণ সম্ভব হলে ব্যাটারিচালিত গ্যাজেটগুলোর দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে চার্জ দেয়ার ঝামেলা কমে আসবে অনেকটাই। পাশাপাশি ব্যাটারিচালিত গাড়িগুলো ব্যাটারির মাধ্যমে গ্যাসচালিত গাড়িগুলোর সমমানের সেবা দিতে পারবে। বিশেষত প্রয়োজন হবে না জটিল কুলিং সিস্টেমের।