গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালটেন্ট কাজী মনিরুল কবীর বলেন, এ ধরণের ভুয়া সংবাদ আমাদের কাজের ব্যাঘাত ঘটাতেই করা হয়েছে। অফিস বন্ধ করে দেওয়ার মতো সংবাদ যারা প্রকাশ করছেন তারা ব্যক্তিগত ইন্টারেস্ট থেকেই করছেন।
আজ দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পাতায় "সম্প্রচার নীতিমালার প্রথম বলি গুগল আপাতত ঢাকায় অফিস চালু করছে না" শিরোনামের একটি সংবাদ প্রকাশ করে। এরপর বিভিন্ন অনলাইন গণমাধ্যম এই সংবাদের সত্যতা নিশ্চিত না করে তা প্রকাশ করা শুরু করে। এরপর ফেসবুকে এই নিয়ে শুরু হয় হৈহুল্লোড়। মানবজমিনে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মনিরুল কবীর বলেন, আপনারা তো জানেন মানবজমিন কোন ক্যাটাগরির পত্রিকা। তারা আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করেছে।
কাজী মনিরুল কবীর বাংলাদেশ থেকে গুগলের প্রধান কার্যালয়ে জয়েন করছেন বলেও সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়। এ ব্যাপারে তিনি বলেন, আমি গুগলের প্রধান কার্যালয়ে জয়েন করলেই কি বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে? আর আমার জয়েনিং এর সাথে গুগলের বন্ধ হয়ে যাওয়ার সম্পর্ক কি?
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ নভেম্বর গুগল বাংলাদেশে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে তাদের কার্যক্রম এ দেশে আনুষ্ঠানিক শুরু করে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে গুগলের অফিস থাকলেও পাকিস্তান ও শ্রীলঙ্কায় এখন পর্যন্ত গুগল তাদের কোন অফিস চালু করেনি।