একজন ভুল করলে অন্যজন শুদ্ধ করতে পারে,
কিন্তু যখন দুজনেই ভুল করে তখন একমাত্র সৃষ্টিকর্তাই পারেন শুদ্ধ করতে,
আমাদের ও তাই হয়েছে।
আমার খুব খারাপ লাগছে,
আকাশে একটু একটু করে মেঘ জমছে ,
কিন্তু আকাশে মেঘ স্থায়ী হতে পারছে না।
গত রাতে আকাশের দিকে তাকিয়ে ছিলাম অনেক সময় ধরে,
ভেবেছিলাম আকাশে তারা জ্বলবে কিন্তু না আকাশে তারা জ্বলেনি।
আমার মনের ভেতরে তোমার অজস্র স্মৃতির বেদনা ভেসে আসছে,
আমার চোখে জল মাঝে মাঝে চোখের কোণে এসে জমছে,
তুমি কি দেখতে পাচ্ছো ??
আমি জানি আমার আর নতুন করে বেঁচে থাকা হবেনা,
অভিশপ্ত জীবনে আর কোন দিন ও আমি মন খুলে হাসতে পারবোনা,
কারোর সাথে মন খুলে কথা ও বলতে পারবো না।
এই যে আমার একা একা কথা লেখা,
একা একা কান্নায় ডুবে থাকা,
এসব ই একদিন থেমে যাবে ।
সেই দিন আকাশের বুকে আমি কখনো মেঘ হয়ে ভেসে বেড়াবো আবার কখনো তারা হয়ে আকাশকে আলোকিত করবো।