চতুর্পাশে কতরূপ নানাবিধ সৃষ্টি
ভাবো বসে কার জন্য পেয়েছ এ দান
নিজ প্রয়োজনে কর সব লন্ডভন্ড
ভয় কভু নাহি পাও পাপকাজ করে।
অবিরত লুটপাট করে নির্বিচারে
মনুষ্যত্ব বিসর্জন দিয়ে অনর্গল
অসহায় দরিদ্রের পেটে দিয়ে লাথি
দূর্নীতিতে তোমাদের সবাই সফল।
ভাবছো এভাবে পার পাবে চিরকাল
দরিদ্রের রক্তচুষে মনের আনন্দে
অত্যাচারী পরাজিত হবে অবশেষে
ন্যায়বিচারী বিধাতা সব পরিজ্ঞাত।
শুরু কর সবে নিজ চরিত্র সোধন
নতুবা পস্তাতে হবে পরকালে শেষে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮