ব্লগিং এর ভাষা হবে আন্তরিক ও সৌহার্দ পূর্ণ। কিন্তু এ বিধি প্রতি নিয়ত লংঘিত হচ্ছে। যা কারো কাম্য হতে পারে না। প্রত্যেকে নিজের মত পছন্দ করবে, অপরের মত অপছন্দ করবে, এটা স্বাভাবিক হলেও পরমতে সবার সম্মান থাকা দরকার।
ব্লগে যতসব অদ্ভুত নিক দেখা যাচ্ছে যারা অদ্ভুত সব কথা বলছে। অনেকে আবার নিজের মত জোর করে পরের ঘাড়ে চাপাতে চায়। এটা জঘণ্য। দেশের জনগন দেশের উন্নয়নে যখেষ্ট ভুমিকা রাখতে পারে। আমাদের পাস্পরিক আলোচনায় সে সব বিষয় উঠে আসলে দেশের জন্য মঙ্গল।
যাদের কারণে আমরা একটা স্বাধীনদেশ পেয়েছি তাদের অসম্মান করে কথা বলা অকৃতজ্ঞতার সামিল। যদিও এ কথা আমাদের অনেকের মনে থাকেনা।
জাতির ভবিষ্যত রচনায় সবার মনোযোগ দিয়ে কাজ করা উচিৎ। আর আমাদেরকে প্রতিটি কাজে আমাদের উন্নত রুচি বোধের পরিচয় দিতে হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯