যে অন্ধ সে অনুসারী হলে তার অন্ধ অনুসারী না হয়ে উপায় কি? তাকে অন্ধনুসারী বলে গালি দেওয়া অন্যায়।যে জ্ঞানে অন্ধ তার জ্ঞানের চোখ ফুটা পর্যন্ত অনুসারী হতে হলে তাকেও অন্ধ অনুসারীই হতে হবে। এমন অপারগ অন্ধ অনুসারীকে অন্ধ অনুসারী বলে গালি দেওয়া অমানবিক। তবে সব কিছু জেনে শুনে সত্যের অনুসারী হওয়া সকলের অবশ্য কর্তব্য।
অন্ধ অনুসরণে ঠকার সম্ভাবনা থাকে। যার অনুসরণ করা করা হয় সে ঠকবাজ হলে তার অনুসরণ করে ক্ষতিগ্রস্থ্য হওয়া অন্ধলোকের কপালের ফের।কারণ অনুসরণ না করার উপায় না থাকলে নিরুপায় অনুসরণে নিরুপায় ঠকা হয়।এর জন্য ক্ষতি গ্রস্থ্যের কিছুই করার থাকে না। তবে জেনে শুনে অনুসরন করার সময় পেলে অন্ধ অনুসরণ থেকে দূরে থাকা বাঞ্চনীয়।
লাভ-ক্ষতি সবার নিজের। সুতরাং পরের কথা আমলে নেওয়ার পূর্বে যাচাই বাচাই করতেতো হবেই। এমন যাচাই বাচাই না করে জীবন সাথী নির্বাচনে আবেগের কারণে অনেকেই সচরাচর ঠকে থাকে।
বিঃদ্রঃ ব্লগে সেফ হওয়ার পর এটা আমার প্রথম পোষ্ট। কেমন আনন্দ হচ্ছে সেটা না হয় সবাই নিজ গুণে বুঝে নিবেন। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ আর নতুন ও পুরাতন সহ ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৬