মেয়ে হিসাবঃ
প্রেম হবে বিবাহের পর। কারণ প্রেমিক স্বামী না হলে স্বামীর ভাগে প্রেম কম পড়ে। কারণ প্রেমিকের কাছ থেকে সব প্রেম ফেরত এনে স্বামীকে দেওয়া যায় না। এতে বেচারা স্বামীকে ঠকানো হয়। আর প্রেমিক বিয়ে না করলে সেই অভিমানে নিজেও বিয়ে না করলে নিজেকে ঠকানো হয়। কারণ এতে করে সব মেয়ে যেমন স্ত্রী হয় তেমন করে স্ত্রী হওয়া হয়ে উঠে না।
ছেলে হিসাবঃ
প্রেম হবে বিবাহের পর। কারণ প্রেমিকা স্ত্রী না হলে স্ত্রীর ভাগে প্রেম কম পড়ে। কারণ প্রেমিকার কাছ থেকে সব প্রেম ফেরত এনে স্ত্রীকে দেওয়া যায় না। এতে বেচারা স্ত্রীকে ঠকানো হয়। আর প্রেমিকা বিয়ে না করলে সেই অভিমানে নিজেও বিয়ে না করলে নিজেকে ঠকানো হয়। কারণ এতে করে সব ছেলে যেমন স্বামী হয় তেমন করে স্বামী হওয়া হয়ে উঠে না।
ফলাফলঃ
উপরের দু’টি হিসাবের ফল হলো, বিবাহের আগের প্রেম লাভ নয় বরং লোকসান। কাজেই উহাকে লাভ বলা অনুচিত। আগামী ১৪ ই ফেব্রুয়ারীর আগে সক্কলে উপরোক্ত হিসাব সমীকরণ ক্ষতিয়ে দেখবেন বলে আশাকরি।
বিঃদ্রঃ বাংলাদেশে পাট উৎপাদন হয় বলে উহার দড়ি গলায় বেঁধে ঝুলে গড়া কখনো সঠিক হতে পারে না।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০