নূর নবীজী ﷺ যখন মদিনায় আগমন করেন তখন মদিনাবাসীরা আল্লাহর নেয়ামত ﷺ কে পেয়ে আনন্দে মেতে উঠেন।তারা হুজুর ﷺ কে বরণ করে নেওয়ার জন্য ঘরের বাহিরে রাস্তায় বের হয়ে আসেন, এবং নাত-লহরী পাঠ করতে থাকেন।
তালা'আল বদরু 'আলাইনা,
মিন থানিয়াতিল-ওয়াদা'
ওয়াযাবা আল-শুকরু 'আলাইনা,
মা দা'আ লিল্লাহি দা'
O the White Moon rose over us
From the Valley of Wada'
And we owe it to show gratefulness
Where the call is to Allah
আইয়ুহা আল-মাবু'তু ফিনা
যি'তা বি-আল-আমরি আল-মুতা'
যি'তা শাররাফতা আল-মাদিনাহ
মারহাবান ইয়া খাইরা দা'
O you who were raised amongst us
coming with a work to be obeyed
You have brought to this city nobleness
Welcome! best call to God's way
তালা'আল বদরু 'আলাইনা,
মিন থানিয়াতিল-ওয়াদা'
ওয়াযাবা আল-শুকরু 'আলাইনা,
মা দা'আ লিল্লাহি দা'
আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের প্রভু(রাব্বুল আলামিন)।
আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য "রহমত"(রামাতুল্লিল আলামিন) এটা পবিত্র কুরআনে আল্লাহর ঘোষণা।
আবার আল্লাহ কুরআন হাকিমে "রহমত" প্রাপ্তিতে আনন্দ করার হুকুম করেন।
অতএব কেউ তা না মানলে সে কাফির হয়ে যাবে।
قُلْ بِفَضْلِ اللَّهِ وَ بِرَحْمَتِهِ فَبِذَالِكَ فَلْيَفْرَحُوْا هُوَا خَىْرٌ مِمَّا ىَجْمَعُوْنَ
হে রাসুল! আপনি বলুন আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ(ঈদ) করে এবং এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের(ধনসম্পদের) চেয়েও শ্রেষ্ট।
(সুরা ঈউনূছ,আয়াত: ৫৮)
ওহাবী-দেওবন্দীদের গুরু মাওলভী আশরাফ আলী থানভী বলেন,"উক্ত আয়াতে রহমত এবং ফদল দ্বারা রাসূলুল্লাহ ﷺ কে বুঝানো হয়েছে, যার জন্মের ওপর আল্লাহ তায়ালা খুশি উদযাপনের নির্দেশ দিয়েছেন। কারণ তিনি সকল নিয়ামতের মূল। তাই ﷺ এর আগমনে যতই খুশি উদযাপন করা হোক না কেন তা কমই হবে।"-মাওলানা আশরাফ আলী থানভী, মিলাদুন্নবী, জীলি কুতুবখানা, লাহুর, প:১৫৪,১২০,১২১।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৬