পবিত্র কুরআন মজিদের কোথাও রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা হয়নি। যেমনটি অন্যান্য আম্বীয়া কিরামদেরকে আল্লাহু রাব্বুল আলামিন সম্বোধন করেছেন।
যেমনঃ
"হে আদম! ফেরেসতাদেরকে বলে দাও এসব বিষয়ের নাম।"
আল-বাকারা ২:৩৩।
"হে নূহ! আমার পক্ষ হতে নিরাপত্তা সহকারে অবতরণ কর।"
সূরা হুদ ১১:৪৮।
"হে যাকারিয়া! আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি।"
সূরা মরিয়াম ১৯:৭।
"হে ইয়াহইয়া! দৃঢ়টার সাথে এই গ্রন্থ ধারণ কর।"
সূরা মরিয়াম ১৯:২।
"হে ঈসা! আমি তোমাকে নিয়ে নিবো।"
সুরা-আলে-ইমরান ৩: ৫৫।
কিন্তু রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন ও সম্মান প্রদর্শনপূর্বক বিভিন্ন উপাধি ও সম্বোধনমূলক শব্দ উল্লেখ করেছেন।
যেমনঃ
"তোয়া-হা, আপনাকে ক্লেশ দেয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি।"
সূরা তোয়া-হা ২০:১-২।
"ইয়া-সীন, প্রজ্ঞাময় কুরআনের কসম, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলগণের একজন।"
সূরা ইয়াসীন ৩৬:১-২।
"ইয়া আইয়ুহাল মুযযাম্মেলু( হে বস্ত্রাবৃত)! রাত্রিতে কিছু অংশ বাদ দিয়ে দন্ডায়মান হোন।"
আল-মুযযাম্মেল ৭৩:১-২।
"ইয়া আইয়ুহাল মুদ্দাসসির( হে চাদরাবৃত)! উঠুন, সতর্ক করুন।"
আল-মুদ্দাসসির ৭৪:১-২।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯