এ এক হিংসার্থক রাজনীতি। আর জনগণ তাদের বলির পাঁঠা।
সকল কিছুরই একটি লিমিটেশন আছে। কোনো দলকে কখনো সেই লিমিটেশন অতিক্রম করা উচিত নয়।
একজন নেতার মূল্য অনেক বেশি সেটা জানি। কিন্তু লাখ-লাখ মানুষের কোনই কি মূল্য নাই।
নিজেকে অন্যের অবস্থানে দাড় করান...তারপর দেখুন মানুষের কতো কষ্ট। যারা দিনে এনে দিনে খায়।যাদের পরিবারে একজন মাত্রো উপার্জনে সক্ষম। যাদের পরিবারে দুবেলা দুমুঠু ভাত ই বেচে থাকার সম্বল।
রাজনীতির চাইতে দেশ ও মানুষের স্বার্থ অনেক উর্ধে।
যারা রাজনীতির জন্য এত্তো দৌড়-ঝাপ, মারা-মারি, লড়াই করে তারা ধর্মের জন্য এ সময়টুকু কাজ করলে দেশে কোনো অশান্তি থাকবে না, পৃথিবীটা স্বর্গে রুপান্তরিত হবে।
আসুন সকলে দলমত নির্বিশেষে অসহায় মানুষদের পাশে দাড়াই।
হে আল্লাহ্, আমাদের দেশকে তোমার রহমতের অন্তর্ভূক্ত করে নাও। দেশের মানুষকে শান্তিতে রাখ। হে মহান, তুমি অসহায়দের সহায় হও। ক্ষুদার্তকে খাদ্য দাও। বস্ত্রহীণকে বস্ত্র দাও। হে মহাজ্ঞানী, জ্ঞানহীণকে জ্ঞান দাও।
...আমীন।