বিস্তীর্ণ বেলাভূমি, অবারিত ঝাউবনের ফাঁক ফোঁকর গলে দুপুরের ঝাঁঝালো রোদ। উত্তাল সমুদ্রে সামান্য কিছু সাম্পান, তীরের ঝাউবনের ফাঁকে মাঝে মাঝে কিছু কুঁড়ে ঘর। সব মিলিয়ে রহস্যময় এক দ্বীপ- সোনাদিয়া। গত মার্চের ছুটিতে ঘুরে এলাম সোনাদিয়া থেকে। সমুদ্র স্নান, ডাবের মিষ্টি পানি, হাওয়াখানা, মহিষের দুধ, ক্যাম্প ফায়ার, বার-বি-কিউ, সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরা, তাঁবুতে রাত কাটানো—কি ছিলনা এই ট্রিপে।
১। আমাদের বোট
২।যাত্রা হল শুরু
৩। সোনাদিয়া
৪।আমাদের ক্যাম্প সাইট
৫। চলছে খাবারের আয়োজন
৬। ক্যাম্প ফায়ার ও বার-বি-কিউ
৭। ইটস মাস্তি টাইম
৮। মৎস্য ধরিব খাইব সুখে, কি আনন্দ লাগছে বুকে
৯। এক টুকরো স্বর্গ
১০। হাওয়া খানা !!!
১১। কিছু টুকিটাকি
১২। খেল খতম, পয়সা হজম, এইবার বাড়ি চলেন
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
ছেড়েছো তো অনেককিছুই, পুরনো সেই হাসি
সকাল-বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি
স্বপ্নগুলো ছেড়েছো তো কয়েক বছর আগে
আমার কিন্তু স্বপন দেখতে আজও ভালো লাগে
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
----কবীর সুমন