আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু পার হয় গাধা,
তোদের কথা মনে পরে ওরে হারামজাদা !!!!
ছোট বেলা থেকেই লাটিমের মত ঘুরে বেড়ানো আমার স্বভাব। বন্ধুদের সাথে দল বেঁধে ঘুরে বেড়ানোর মাঝে যে কি মজা, তা হানিমুন ওয়ালারা বা ঝান্ডুদারা কখনই বুঝবেন না। এই ছবিগুলো কথা বলে। মন খারাপের দিনে এক চিলতি হাসি ফোটায়।
১। সেদিন আমরা হাঁটতে গেলাম বসিলা হয়ে আটিবাজার, সেখান থেকে গ্রামের মেঠো পথ ধরে সাভারের হেমায়েতপুরে।
২। আমরা মাঝে মাঝেই হাটতে বেড় হই। সময়গুলো আসলেই অসাধারন কাটে। লোকাল খাবার, মানুষের উৎসুক দৃষ্টি, আমাদের খুনসুটি সব মিলিয়ে আসলেই অসাধারণ।
৩। চলন বিলের চালচলন, অসাধারণ একটি ট্রিপ ছিল।
৪। ক্ষইয়াছড়া ঝর্ণাতে আমরা। বৃষ্টি আপা একটু বাগড়া দেয়ার চেষ্টা করেছিল বৈকি !!
৫। ক্ষইয়াছড়া দেখা শেষ করে গেলাম মহামায়া দেখতে। এখানে কোন এক পূর্ণিমা রাতে ক্যাম্প করে থাকার ইচ্ছা এখনো অপূর্ণ।
৬। সুন্দরবনের একটা মাদকতা আছে। প্রতিবছর একবার অন্তত যাওয়া চাই-ই-চাই। সুন্দরবনের পূর্ণিমার কোন তুলনা হয় না।
৭। লক্ষনছড়া তে আমরা। পিছনের ব্রীজটা ভারতের।
৮। বৃষ্টি ভেজা বিছানাকান্দি...
৯। সাইকেলে বাংলাদেশ- তেতুলিয়া থেকে টেকনাফ
১০। স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন... টেকনাফ-কক্সবাজার হাঁটা (৩ দিন-প্রায় ৯০ কিমি)
১১। রেমা-কালেংগার জঙ্গলে...
১২। বনলতা সেনের কাছে নয়, নাটোর গিয়েছিলাম কোরেশী ভাইয়ের আমন্ত্রণে।
১৩। লালনের টানে সিরাজদিখানে...
১৪। বালিয়াতি জমিদার বাড়ি,
১৫। রস খেতে গিয়েছিলাম গাজীপুরে...
১৬। আমাদের Exhibition এ নাসির আলী মামুন স্যার, নিশু আপু(নিশাদ মজুমদার)ও অনেকে...
১৭। Famous দুই ব্লগারের সাথে ক্ষুদ্র আমি
১৮। ভোলার লঞ্চ ঘাটে লঞ্চের অপেক্ষা করতে করতে হয়ে গেল কয়েক রাউন্ড দাবা। হারুন ভাই, আপনি আমার বাঁ-হাতের দুই আঙ্গুলের সাথে কতবার হেরেছিলেন??
১৯। সাজেক নিয়ে বলার তেমন কিছু নেই।
২০। আলুটিলাতে আমরা।
২১। আমরা বাংলাদেশের প্রতিনিধি।
২২। সেদিন আমরা রকেটে চড়ে চাঁদ-পুর গিয়েছিলাম...
২৩। ‘ওয়ার্ল্ড ট্যুরিজ্ম ডে’ তে আমরা।
২৪। আমিয়াখুম। প্রথম বার যখন গিয়েছিলাম তখনই কান ধরেছিলাম আর জীবনে এখানে যাব না। পরের বার যখন প্ল্যান করতে বসলাম তখন ভুলেই গেলাম প্রথমবার কান ধরার কথা।
২৫। চর কুকরী-মুকরীতে আমাদের পুরো টিম।
এছাড়াও যে কতো ট্যুর করা হয়েছে তা হয়তো সংখ্যায় হিসেব করা যাবে না। তবে স্মৃতির পাতায় গেঁথে থাকবে চিরকাল।