ফ্রি কিক এর সময় গার্ড পরা বাধ্যতামূলক !!!
মানুষের সবচেয়ে বড় গুণ হল মানুষ অদ্ভুত ভাবে ভাবতে পারে। বৈচিত্র্যতা মানুষের জীবনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ শুরু হয়েছে প্রায় মাস খানেক হয়ে গেল। এর শেষ ম্যাচটি দেখতে মারাকানা যাচ্ছি সপরিবারে। জি, সত্যি বলছি। মারাকানাতেই যাচ্ছি। তবে, স্ব-শরীরে নয় । ঐ যে বলে না, চলুন আপনাদের নিয়ে যাই গ্যালারিতে। ঐ রকম আর কি ! টিভির মাধ্যমে ঘুরে আসা আর কি :ঃ)। দেখা যাক কাপটা কোনভাবে ঘরে তুলতে পারি কি না। যাক, আসল কথায় আসি। ঐ যে প্রথমেই বললাম মানুষের অদ্ভুত ভাবনার কথা। ফুটবল খেলায় এমন হলে কেমন হয় !!!
১। প্রতিটা দল ৯০ মিনিটের মধ্যে ৩ মিনিট করে পাওয়ার প্লে টাইপ কিছু একটা পাবে, যেখানে বিপক্ষ দলের গোলকিপার হাত দিয়ে কোন বল ধরতে পারবে না। দুই দল এই সুবিধা একই সময় নিতে পারে আবার চাইলে ভিন্ন ভিন্ন সময় ও নিতে পারে।
২। মাঠের যেখানেই হ্যান্ড বল হোক, কোন কথা নাই সরাসরি পেনাল্টি।
৩। এমন ২ মিনিট দেয়া হোক যেখানে ফাউল করলেই গোল। মানে ঐ ২ মিনিটে কেউ ৩ টা ফাউল করলে বিপক্ষ দল ৩ গোল পাবে।
৪। নিদ্রিট ৫ মিনিট কোন প্লেয়ার ডি-বক্স এর ভিতরে ঢুকতে পারবে না। ঢুকলে বিপক্ষ দলের পেনাল্টি।
৫। গোল শব্দটার অন্য কোন নাম দেয়া হোক। বাচ্চা- কাচ্চাদের কাছে বসে খেলা দেখলে গোল কি জিনিস এইটা বুঝাতে বুঝাতেই খেলা শেষ হয়ে যায়। বলটা তো এমনিই গোল, এটাকে আবার গোল করে কি করে??? বুঝ ঠ্যালা !!
৬। ফ্রি কিক এর সময় বিপক্ষ দলে যারা ফ্রি কিক ঠেকাতে যায়, তাদের গার্ড (ক্রিকেটের গার্ড এর মতো আর কি) পরা বাধ্যতামূলক !!! খেলার চেয়ে আরও অনেক মূল্যবান জিনিস আছে রে ভাই
৭। পেনাল্টি শুট সেন্টার পয়েন্ট থেকে মারা হোক এবং গোল পোস্ট ফাঁকা রাখা হোক। এতে বেচারা গোলকিপারের এতো লাফঝাঁপ দেয়া লাগে না। ঐ বেচারাও তো একটা খেলোয়াড়, ক্যাঙ্গারু না।
পরিশেষে বলতে চাই ফুটবল যেহেতু গোলের খেলা তাই গোল কি করে বেশি হয় সে ব্যাপারে চিন্তা ভাবনা করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আসুন আমরা ফুটবলকে আরও গোল বানানোর কাজে ঝাঁপিয়ে পরি।
ছবি গুগল মামা
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন