সুন্দর তোমাকে লোকে বলে তুমি সুন্দর হয়েছ,
পিছনে গাছের সব ডালপালা থেকে পাতা গেছে,
পাতার সবুজ গেছে,ফুল গেছে,
কাঙ্গাল এসেছে নিতে কিছু হাত পেতে,
সেই হাত মানুশের নয়!
গাছের।ভিখারি নয়,
গাছ চায় সমদর্শী জল।
মেঘ চায়,বৃষ্টি চায়,
চেয়ে রাখে চাদোয়ার নীল।
পটভূমি জুরে তুমি কবিও পাথর,
একা দারিয়ে রয়েছ,
লোহার গরাদ ঘিরে রেখেছে
বন্দির মত শহর তোমাকে।
পিছনে তোমার গান, জন্ম বর্ষ,
মঞ্চের ওপরে হটাত সন্ধার আলো,
ডালপালা।
তোমাকে সুন্দর করেছে আমার চোখে,
পাতা গেছে ,ফুল ঝরে গেছে,
তবু বেচে আছে শেয়া পাথরের পাশে...