শৃঙ্খলার বেড়ি থেকে বলছি
আজ দেশ স্বাধীন হয়েছিলো।
এই দিনেই তো পূর্ব দিগন্তে মুক্তির সূর্য দেখা দিয়েছিলো ।
কৃষ্ণচূড়ার ঝরে যাওয়া ফুল গুলো মুচকি হেসেছিলো ।
কৃষকের মুখের হাসি আর বাউলের বুলি,
ফিরিয়ে এনেছিলো এদিন বুকে খেয়ে সহস্র গুলি ।
সুর হারানো পাখি হয়ে বলছি ,
আজ তো সেই দিন
যেদিন মুক্ত আকাশে পাখিরা মেলে ছিলো ডানা।
মিষ্টি সুরে গান গাইতে ছিলো না আর মানা।
শিশুর কান্না রুদ্ধ করে নাই আর কোনো মাতা ।
বুকের তাজা রক্ত ঢেলে পেলাম আজকের স্বাধীনতা।
¤ ¤ ¤ ¤ ¤
কালো টাকার মাঝ থেকে বলছি আমি অট্টহাসি হেসে।
রাজাকার আমি এদিনেই এসেছিলাম মুক্তিসেনার বেশে।
শহিদের বুকে পা রেখে দিব্য আছি বেশ।
এই মাটিকে বানিয়ে ছাড়বো আমি হীরক রাজার দেশ ।
¤ ¤ ¤ ¤ ¤
বাংলার বাঘ বলছি আমি আজ বিড়ালের বেশে।
এই দিনেই হায়েনার গালে থাপ্পড় মেরেছিলাম কষে।
তীব্র শক্তি দিয়ে ছেড়েছিলাম হুংকার ।
কেপেঁ উঠেছিলো বাংলার মাটি ।
শকুনের দল উঠল বলে ছেড়ে দাও এইতো কান ধরে আছি ।
¤ ¤ ¤ ¤ ¤ ¤
কবির কলম বলছি আমি
কালি প্রায় শেষ ।
এই দিনেই কাব্যে লিখা হয়েছিলো একটি কবিতা নাম তার বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯