খালাতো ভাই এবার পিএসসি পরীক্ষা দিতেছে ।
কিন্তু তার পড়া শেখার নাম গন্ধ নাই ।জিগাইলাম
কিরে না পড়ে পরীক্ষা দিতেছস পাস করবি কিভাবে ?
সে বলল পরীক্ষার হলে স্যারে ৫০ ,৬০ নাম্বার পাওয়ার মতো উত্তর বলে দেয় তাহলে আর বাড়িতে পড়ে লাভ কি? পাস নাম্বার তো আপনা আপনি চলে আসে তাহলে এতো কষ্ট করে পড়বো কেনো?
উত্তর শুনে আমি তো অবাক ।
পরীক্ষায় যখন প্রশ্নের উত্তরই বলেই দেয়া হয় তখন পরীক্ষা দিয়ে লাভটা কি হবে ?
জেএসসি পরীক্ষার সময়ও একই দশা সব শিক্ষার্থীর পড়াশুনা ছাড়াই পরীক্ষার হলে যাচ্ছে আর বের হচ্ছে হাসিমুখে কারণ একটাই প্রশ্নের প্রায় উত্তর শিক্ষক বলে দিচ্ছে ,নকল কপি করার সুযোগ করে দিচ্ছে।
এত দিন শুধু প্রশ্ন আউট করতো আর এখন স্যার রা প্রশ্নের উত্তর শুদ্ধু আউট করছে ।
যে শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্যে হলেও বইটা একটু পড়ে দেখতো কিন্তু সে এখন বইটা ছুয়েঁও দেখবেনা।
শিক্ষকরা পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বলে দিয়ে নকল করার সুযোগ দিয়ে হয়তো বিদ্যালয়ের পাসের হার বাড়াতে পারবে কিন্তু একজন শিক্ষার্থীর শেখার পরিধি কতটুকু বাড়াতে পারবে?
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫