রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছি হঠাৎ দেখলাম কিছুটা দূরে রাস্তার মাঝখানে একটা ছোট বাচ্চা এলোমেলো ভাবে হাটচ্ছে তার কাছেই একটা ভদ্রলোক দাড়িয়ে আছেন।
যেকোন সময় বাচ্চাটা এক্সিডেন্ট করতে পারে।
আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে রাস্তার কিনারায় নিয়ে আসলাম।
আমাকে বাচ্চাটি নিয়ে আসতে দেখে ভদ্র লোকটি বলে উঠলেন আজকালকার ছেলেপুলে পিচ্চি থাকতেই কি বদমাইশি করে আরেকটুর জন্য তো গাড়ির নিচে পড়তো।
লোকটার কথা শুনে মুচকি হাসলাম কারণ
আজকালকার লোকেদের মন মানসিকতা এমন যে রাস্তায় কলার ছোলায় পা পিছলে পরে গেলে আধাঘন্টা কলা খানেওয়ালার চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে কিন্তু ছোলাটা রাস্তা থেকে তুলে ফেলে দিতে পারেনা ,পারলে নিজেই আরেকটা কলা খেয়ে ছোলা রাস্তার মধ্যখানে ফেলে দিয়ে আসে।
আজকালকার লোকরা দেশে শান্তি নাই শান্তি নাই বলে হাই হুতাশ করে কিন্তু নিজে যে চারপাশে অশান্তি সৃষ্টি করে রেখেছে সেদিকে খেয়াল নাই ।
আমরা সবাই মিলে যদি চারপাশে অশান্তি সৃষ্টি করে রাখি তাহলে দেশটা শান্ত থাকবে কি করে ।
আজকাল আমাদের মন মানসিকতা
এমন হয়ছে যে কোনো শিশু নির্যাতনের খবর শুনলে
সালারে ধর ,মার কাট ,থেঁতা বানা ,ভর্তা বানা একটা ছোট শিশুকে কেউ এভাবে মারতে পারে সালাতো একটা পশু ,কুত্তা ,শেয়াল ,কাক ,বক ইত্যাদি ইত্যাদি অথচ নিজেই কোনো পথশিশুর গালে থাপ্পড় না দিতে পারলে মনে শান্তি আসেনা।
আজকাল আমরা এমন হইছি যে
সবকিছুতেই চিল্লাইয়া মরি অথচ সমস্যা সমাধানের কোন চেষ্টায় করি না।
আমি যদি কোন সমস্যা দেখে হাউকাউ না করে সমস্যাটি সমাধানের চেষ্টা করি তাহলে আমাকে দেখে আরো দশজন এগিয়ে আসবে সমস্যা সমাধানের জন্য।এভাবে একে অন্যের দেখাদেখি সবাই শিখবে সমস্যা দেখে চিৎকার করার কিছুই নাই আমরা যদি সমাধান বের করি তাহলে সমস্যাই থাকলো না।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০