ক্ষমতা একটা অদ্ভুত জিনিষরে ভাই ।
এটা ভালো মানুষের কাছে থাকলে ভালো মানুষটি হয় সুপারহিরো ।
আর খারাপ মানুষের কাছে থাকলে মানুষটি হয় সুপার ভিলেন ।
ক্ষমতা কেউ দেশের জনগন কে দেখাতে ব্যস্ত আর কেউ নিজের বউকে পিঠিয়ে ক্ষমতা জাহির করতে ব্যস্ত ।
আজকাল ক্ষমতা দেখিয়ে কেউ বাড়িতে চুরি করার বদলে ডাকাতি করে আবার কেউ বৃদ্ধ হয়েও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করে ।
ক্ষমতা থাকলে প্রেম করার জন্য মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগে না ,বড় ভাই কিংবা অস্ত্রের মুখে বিয়ের কাজটাও করে ফেলা যায়।
আজকাল
ক্ষমতা থাকলে চাকু বা মলম পার্টির মলম নিয়ে ছিনাতাই করা লাগেনা ,ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ধমক দিয়ে চাদাঁবাজির নামে ডিজিটাল ছিনতাই করা যায় ।আর ধমক না শুনলে তো হাতে ধারালো রামদা বা পিস্তল আছেই !
শালা ভিক্ষা দিবি না জান দিবি !
এখন শুধু সরকারী লোকদের কাছেই ক্ষমতা থাকে না ,যাদের কাছে এখন ছোট একটা চাকু ও উপরে বড় ভাই থাকে তারাও তখন এলাকার একজন রাজা ।
তারা যেকোনো সময় চাকুর খোচাঁয় মানুষও মেরে ফেলতে পারে ।কিন্তু ক্ষমতার বলে জেলে যেতে হয় না !
যার কাছে ক্ষমতা আছে সে হলো দেশের সরকার ,আর যার কাছে ক্ষমতা নাই সে হলো দেশের সাধারণ জনগন ।
এই ক্ষমতাটাও একটা অদ্ভুত ক্ষমতা ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৯