ঝড়ো ঝড়ো বৃষ্টি স্নাত দিনে ।
কিশোরবেলার স্মৃতি গুলো আসে মনে ।
মেঘগুলো যখন গুড়ম গুড়ুম শব্দে রব তুলে ।
বৃষ্টিতে ভিজে ধরিতাম মাছ তখন দরিয়ার কূলে ।
বাইলা টেংরা পুটিঁ কতই না মাছ ,
ধরিয়া লইয়া ভরিতাম থঁলে ।
আসিতো যখন বৃষ্টি স্কুল ছুটি হইলে ।
ভিজতো তখন দেহ মাথা ,
কচু,কলার পাতা ছিড়িয়া বানাইয়া লইতাম ছাতা ।
কখনো বা বৃষ্টিতে ভিজিয়া ফিরিতাম বাড়ি ।
ভিজার জন্য গিলিতে হইতো মায়ের মিষ্টি ঝারি ।
বিকেলবেলা মায়ের নয়ন এড়িয়ে যাইতাম খেলার মাঠে ।
চর্মনির্মিত বলখানা লাথিয়া ফেলাইতাম ,
ঝুমুরদের পুকুর ঘাটে ।
পুকুরে নামিয়া তখন খেলিতাম ডুবুরি ডুবুরি খেলা ।
চোখ খানা মোর রক্ত জবা বানিয়ে ,
ফিরিতাম সাঁঝের বেলা ।
মায়ের মুখ থাকিতো না তখন আর মিষ্টি ঝারিতে ।
মোর পিঠখানি আস্ত থাকিতো না তাহার বেতের বারিতে ।
রাত্রে যখন আসিতো জ্বর কাপিঁতো দেহখানি ।
মা আমার বলিতো তখন ,
কেনো বৃষ্টিতে ভিজলি সোনামনি ।
মায়ের সেবায় যখন সারিয়া যাইতো অসুখ ।
ফের আবার বৃষ্টির মাঝে খুজিঁয়া লইতাম সুখ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৮:১৬