আমি হয়ত ভালোবাসতে ভুলে গেছি
আবার যদি কোনোদিন ভালোবাসতে শিখি
প্রথমে তোমাকে ভালোবাসব।
আমি অনেকদিন নদীর ধার দিয়ে হাঁটি না
নদী হয়ত ভুলে গেছে আমার কথা,আমার ভাষা,
অনেকদিন নদীর সঙ্গে তোমার গল্প বলতে বলতে কেটেছে সময়
রাত হয়েছে ভোর
দুপুর গড়িয়েছে সন্ধ্যায়,
নদী হয়ত ভুলে গেছে সবই তার
আবার যদি কোনোদিন নদীর ধারে যাই
প্রথমে তোমার কথাই বলব।
আমি হয়ত নদীর মতো এঁকেবেঁকে অতটা দূর যেতে পারিনি
তবে জলশূন্য খরায় আমিও পুড়েছি কত
আমারও ক্ষত ছড়িয়েছে শিরায় শিরায়
অবহেলা নীরবে চালিয়েছে ধ্বংসযজ্ঞ ভিতরে আমার
নিসঙ্গতা ঠাই করে নিয়েছে সময়।
আবার যদি কোনোদিন একাকিত্ব ভুলে থাকি
প্রথমে তোমাকে পড়বে মনে
আবার যদি কোনোদিন ভালোবাসা পেতে চাই
প্রথমে তোমার ভালোবাসা চাইব।
আমি হয়ত ভালো না বাসতে বাসতে ভালোবাসতে ভুলে গেছি।