আজ আমার আকাশেও সোনালি রোদ খেলা করে
এ আকাশ আমার আকাশ,
আজ আমি যে ব্রহ্মপুত্র নদে সস্তির স্নান করি
আমার ঘামে ভেজা শরীর জুড়ায় যে নদের পরশ
আমার জমানো যত দুঃখ জলাঞ্জলি দেই যে নদে
সে নদ আমার নদ,
আজ যে মাটির দূর্বা ঘাস স্নিগ্ধ শিশির কনা ছড়ায় আমার চোখে
আমার দৃষ্টির বিশালতা ছড়িয়ে দেয় সারা বিশ্বে
সে মাটি আমার মাটি,
যে মাটিতে ক্লান্ত দেহে অঘোরে ঘুমিয়ে আছে আমার ত্রিশ লক্ষ স্বজন
সে মাটি আমার বুকের জমিন,
আজ আমার মুক্ত আকাশে অথিতি পাখিরা আসে
আমি দুহাত বাড়িয়ে সাদরে বরণ করি
যে জলাভূমির আহার দিয়েছি তুলে,আবাস করেছি সুরক্ষিত
সে জলাভূমি আমার জলাভূমি,
আমার আকাশেও শ্রাবণ আসে
মেঘ বৃষ্টিতে রঙধনু হাসে
সে শ্রাবণ সে রঙধনুও আমার,কেবলই আমার,
পলাশ শিমুল গজারী অর্জুন কৃষ্ণচূড়া আর হিজল তমালেরা
যে ভূমির উপর দাঁড়িয়ে আজ মাথা উঁচু করে বাঁচে
সে ভূমি আমার ভূমি,
এ ভূমির এক ফোটাও দেবোনা আমি কাউকে,
এ ভূমি আমার বুকের জমিন।