তুমি যদি একবার চোখ তুলে তাকাতে
আমার যুগল চোখে তৃষ্ণা ঘুঁচে ফুটত পদ্ম ফুল,
এই চোখের দৃষ্টি চলে যেত বহুদূর,
চালশে এই চোখে চশমার প্রয়োজন হতোনা।
শুধু তোমাকে দেখবে বলে
এই চোখে থাকত রাজ্যের বিস্ময়,
তুমি যদি একবার চোখ তুলে তাকাতে
এই চোখ পুড়ত না খরায়
বিজন মরুভূমিতেও এই চোখ খুঁজে পেত
গোলাপ ফুলের বাগান,
এই চোখ শুধু দেখতে পেত
পৃথিবীর যাবতীয় সুন্দর,
তুমি একবারও এই চোখে চোখ তুলে তাকাওনি বলে
এই চোখ হয়ে আছে আজো নতমুখী,
বহুদিন এই চোখ অঝর বৃষ্টি দেখেনা,
শুধু তুমি ফিরে তাকাওনি বলে
এই চোখ আকাশ দেখে এতটুকু
পরিব্রাজক হতে চেয়ে এই চোখ
অন্ধকারে আলো খুঁজে পায়না,
একমাত্র তুমি চোখ তুলে তাকাওনি বলে এই চোখে;
এই চোখ হারায়েছে দিশা,
গৃহত্যাগী জোছনা দেখেনা বহুদিন এই চোখ।