তোমরা এই আলোক উদ্ভাসিত শহরের নগ্নতাই শুধু দেখলে;
সবুজ তৃণ আর থোকায় থোকায় রক্ত জবা ঠাসা লেক আর লেকের পাড়ে পাড়ে স্বপ্নের সাথে মানুষের সহবাস দেখলে;
জীবনকে পায়ে ফেলে গোড়ালির ধাক্কায় ধুমকেতুর বেগে ছুটে চলা কিছু তিন চাকার খেলনা দেখলে;
দেখলে জলপরীর উদাম নৃত্য;
দেখলে হাওয়ায় আর হাওয়া থেকে হাওয়ায় ভেসে বেড়ানো করুন সুর লহরী;
দেখলে লাল কম্বল আবৃত মখমল রমনীর গোঙরানো হাসি।
তোমরা এই নিয়নের জোছনা ভেজা শহরে নয়নাভিরাম জলকেলী আর নষ্ট স্নান দেখলে;
দুরন্ত হরিনীর নিস্পাপ রদ্দুর হাসি আর হাসি থেকে খসে পড়া মুক্তোর চাপা নিশ্বাস দেখলে;
দেখলে নেতিয়ে পড়া হলদেটে বিকেল বেলা;
দেখলে পথভ্রষ্ট ছন্নছাড়া দুপুর;
দেখলে এই শহরের রক্তিম বিষন্ন সন্ধ্যা।
দেখলে না সূর্যোদয়;
প্রতিদিন প্রাতে কৃষ্ণ গহ্বর ভেদ করে ভূমিষ্টের যন্ত্রণায় কাতরানো এই শহরের সূর্যোদয় দেখলে না!