ঈদের দিন রাত সোয়া বারটার দিকে রিমোট টিপতে টিপতে হঠাৎ ইটিভি তে দেখলাম পরিচিত গানের বুলি... ওয়ারফেইজের গান হচ্ছে। আটকে গেলাম। কতদিন পরে বসে আছি একা গানটা শুনলাম... এই প্রোগ্রামটা রাত বারটায় শুরু হয়েছে, চলবে রাত ২ টা পর্যন্ত। লেপ মুরি দিয়ে আয়েশ করে বসলাম। ফোনে গান রিকোয়েস্ট করলে সেটাই প্লে করছে ওয়ারফেইজ!
তারপর এক এক করে হয়ে গেল অবাক ভালোবাসা, একটি ছেলে, আশা, স্বাধিকার, কৈশর...আরো অনেক গান। কৈশর গানটা শুনে কি হলো জানিনা...মনটাই খারাপ হয়ে গেল! স্কুলে রেগুলার ছিলাম না কখনোই। গানটা শুনে স্কুলার দিন গুলা মনে পড়ল...ইশ স্কুল লাইফটা যদি আরেকটু লম্বা হতো!
গত রাতে আবার বসলাম। ব্যান্ড ছিল সোলস্। আবারো একই ঘটনার রিপিটেশন! অবাক লাগলো...এক একটা গানের সাথে কত কিছু লিংক হয়ে থাকে!
সোলসের প্রোগ্রামটা বেশি জমজমাট ছিলো। অনেক শিল্পীরাও গানের জন্য অনুরোধ পাঠালেন (আগুন, অর্থহীনের সুমন)। এক পর্যায়ে ইটিভি'র সব ফোন লাইন নাকি জ্যাম হয়ে গিয়াছিল! তারপর লোকজনের মোবাইলে sms আসা শুরু করলো গানের রিকোয়েস্টের... অনেক দিন পরে বেশ আয়েশ করে দুইটা কনসার্ট দেখলাম!