আমার একটা আকাশ চাই
একটা আমার আকাশ চাই!
ব্যক্তিগত একলা আকাশ,,,,
তাকাস কেন বক্র চোখে?
চাওয়ার কোন দেয়াল নেই,
খেয়াল হলেই চাইতে পারি
ভারি ভারি যা খুশি তাই,
যদি না পাই,,,,,
মাথা ঝাকাস?
আকাশ, আমার একলা আকাশ!
আহ্
আমি সেই কল্পাকাশে নীলচে ধুয়ে
হলদে রংয়ে,
ইচ্ছে মত নিজেই সাজাই,
এই আকাশের লালের জন্য
সকাল থেকে সন্ধ্যাবধি ক্লান্ত দুচোখ
তাকিয়ে থাকে, তাও আকাশটা
সামান্য রং
বিলিয়ে আবার ধুষর ছড়ায়...
গড়ায় সারা শরীর জুড়ে... বাকিটুকু পড়ুন
