মানুষ নিজেকে আবিষ্কার করতে বড় দেরি করে ফেলে। যতদিন পর্যন্ত না প্রিয় মানুষদের থেকে কোন অপ্রত্যাশিত আঘাত পায় ততদিন পর্যন্ত সে নিজেকে আবিষ্কার করতে পারেনা।
সম্পর্ক একটি আপেক্ষিক বিষয়। সম্পর্ক স্থাপনের চাইতে ছিন্ন করা অনেক কঠিন। কারো সাথে মুহূর্তেই সম্পর্ক স্থাপন হতে পারে, আবার কারে সাথে মুহূর্তেই সম্পর্ক ভাঙ্গলেও তার রেশ দীর্ঘকাল থেকে যায়।
জীবনে চলার পথে আপনি যদি কাউকে পাশে না পান তাহলে বুঝে নিবেন হয় আপনি বর্তমান সময়ে আদর্শিক চিন্তা-চেতনা থেকে পিছিয়ে রয়েছেন অথবা আপনার দূরাবস্থার জন্য সমাজের সর্বময় মানুষগুলো আপনাকে অবহেলার চোখে দেখছে।
যদি ধর্মীয় বাণীতে ভাবাবেগ না আসে, যদি জ্বলাময়ী কবিতায় দেশপ্রেম উথলিয়ে না উঠে, আপনজনের বিরহে যদি কাতর না হন, অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, ঘুম, খুন, দুর্ণীতি, লুটতরাজে যদি প্রতিবাদী না হন, যদি উন্নয়নের জিগিরে সামিল হন কিংবা চেতনাবাজীর আড়ালে লুটেপুটে খাওয়া দেখে মাথা ঝিমিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তাহলে বুঝে নিবেন আপনার ভিতর মরে গেছে। আপনার ভিতর মরে গেছে মানে আপনি সমাজ থেকে বিছিন্ন হয়ে গেছেন। এই সমাজে আপনার কোন উপযোগিতা নাই। পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটি অরক্ষিত দেশ রেখে যাচ্ছেন।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০