আমরা যারা সামু পাগল তারা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই, তাহল মোবাইলের এনড্রয়েড ভার্সনের ওয়েব ব্রাউজার থেকে সামুতে লগইন করলে ডেস্কটপ ভিউ না এসে শুধু মোবাইল ভিউ আসে। তারা নিন্মের পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যার সমাধান পেতে পারেন।
১।
প্রথমে সামুর এড্রসে যান। অথবা,
যাদের মোবাইলে সামুর ট্যাব খোলা থাকে সেই ট্যাবে ক্লিক করুন।
২।
ক্লিক করার পর এ রকম আসতে পারে। এখন লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন।
৩।
এখন এ রকম দেখাবে। যেখানে লেখা আছে Request Desktop সেখানে ক্লিক করুন। তাহলে আপনার ব্রাউজার মোবাইল ভিউ থেকে ডেস্কটপ ভিউতে চলে যাবে।
সমস্যা: নোটিফিকেশন আসলে এবং তাতে ক্লিক করলে এ রকম আসতে পারে-
তবে সুবিধা এই যে কার পোষ্ট থেকে নোটিফিকেশন আসছে সেটি দেখা যায় এবং তাতে পোষ্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এই পদ্ধতি শুধু গুগল ক্রোমের জন্য। অন্যান্য ওয়েব ব্রাউজারে একই পদ্ধতি অনুসরণ করলে ফল পেতে পারেন। আমি ব্যবহার করে সুবিধা পেয়েছি তাই ব্লগার সামিউল ইসলাম বাবু ভাইয়ের পোষ্টের জেরে ইহা অবতারণ করেছি। ইহা অতি সাধারণ মানের পোষ্ট। দু-এক জনের কাজে লাগতেও পারে।
সবচেয়ে ভাল হয় সামু যদি আমাদের জন্য মোবাইল এপ্লিকেশন এ+য-ফলা+প চালু করে।
বি:দ্র: এ পোষ্ট অধিক জ্ঞানীদের জন্য নহে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩