নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ এ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছিল। এটা পুরাণ কথা।
জাতিসংঘ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পুরস্কার গ্রহণ করে তা বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন, যা ভালো দিক।
কারণ প্রধানমন্ত্রীর অর্জন মানে দেশের অর্জণ আওয়ামীগের অর্জণ নয়। এটা দলীয় অর্জণ হিসেবে আমাদের দেশে অনেকে প্রচারণা চালিয়েছেন। যা হতাশার। আমি বিশ্বাস করি প্রধান মন্ত্রীর যা ভালো দিক তা সকলের। এটা নিয়ে দলবাজি করা আর অর্জণ কে খাটো করা এক কথা। এর আগে আওয়ামীলীগ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কে দলীয় প্লাটফর্মে প্রচারণা চালাতে গিয়ে মারাত্মক ভুল করেছে। সে ভুল থেকে এখনও আওয়ামীলীগ বের হয়ে আসতে পারেনি ফলে বঙ্গবন্ধু বাস্তবে সবার হলেও তাত্ত্বিকভাবে অনেকে অনেক কিছু মিন করে।
আমার আলোচনা সেদিকে নয় বিধায় মূল আলোচনা আসি। সামুর ব্লগে এই একাউন্টে আমার 50 তম পোষ্ট পূর্ণ হল। তাই সামুতে যাদের কাছে নতুন কিছু শিখতে পেরেছি এবং যাদের কাছ থেকে নতুন নতুন তথ্য ও প্রেরণা পেয়েছি তাদের কাছে আমি চির ছাত্র । ব্লগে লেখা-লেখি করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলঃ
আশরাফুল ইসলাম- বুড়ো মনে হয় ভালোই লিখে।
হাসান মাহবুব- চিন্তা ভাবনায় লজিক আছে।
প্রামাণিক- ছড়া পড়লে মনে হয় ভিতরে কি জানি একটা লুকিয়ে আছে।
চাঁদগাজী- সামু আমার একাউন্ট থেকে অন্যের লেখায় কমেন্ট করা ব্যান করে রেখেছে এব্যাপারে তার হস্তক্ষেপ কামনা করছি।
কালনী নদী - তার ভিতরে একটা হতাশার কাজ করে, আশা করি তা দ্রুত সেরে উঠবেন।
আরণ্যক রাখাল- জয় মামার ডিজিটাল যুগে তার রাখাল হওয়ার সাধ আর পূরণ হবে না।
গিয়াসলিটন- কমেন্টস করার সময় চোখ কান খোলা রাখেন, এটার ভালো দিকও আছে।
বিজন রয়- ব্লগে যিনি মানুষকে উৎসাহ প্রদান করতে ভালোবাসেন।
মিঃ অলিম্পিক- যিনি পদক পাওয়ার আসায় ব্লগে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।
শায়মা- নতুন জামা তে যাকে সবচেয়ে বেশি মানায়।
কল্লোল পথিক- ব্লগে রয়েছে যার কিচির মিচির তিনি হলেন কল্লোল পথিক।
গেমচেঞ্জার- যিনি আসা রাখেন ব্লগে নতুন ধারা সৃষ্টি করবেন।
নীলপরি- সামুতে যে ডানা ছাড়া সব সময় উড়ে বেড়ায়।
কি করি আজ ভেবে না পাই- ওনার ভাবনা ছড়া নিয়ে, সে কারণে ঘরের রমণীর প্রতি উদাস।
ঢাকাবাসী- ঢাকার অলিতে গলিতে যাকে খুঁজে না পাওয়া গেলেও ব্লগে হঠাৎ নাজিল হন।
অশ্রুকারিগর- ব্লগে যারা পাওয়া না পাওয়া বা হতাশার গল্প লেখেন তাদের পিছনে তার ভূমিকা আছে।
আরজুপনি- “মার্কেটে জিরা পানি” বিপণনে যে প্রথম থিথিস প্রধান করেন।
সেলিম আনোয়ার- এই মেঘ এই বৃষ্টির মত হঠাৎ গায়েব আবার হঠাৎ অবর্তীণ হন।
সুমন কর- আমি গ্যারান্টি দিতে পারি যদি তিনি ভালোবেসে বিয়ে করে থাকেন তাহলে অকালে ঘর ভাঙ্গবে।
শাহরিয়ার কবীর- যার দু’চোখ সব সময় বাংলাদেশ খুঁজে।
কথাকথিকেথিকথন- ক্লাসে বেশি কথা বলার জন্য যে সব সময় স্যারদের চোখ রাঙ্গানি খেত।
অগ্নি সারথি- গতকাল যিনি ফেবুতে চেহারা মোবারকটা আলোকিত করেছেন।
পরিবেশ বন্ধু- উনার বিচিত্র অভিজ্ঞতা আছে। যেমন বনের ভিতর দিয়ে হাটার সময় বানার ভেঙ্চি কাটে। কখনও কাউয়ায় উপর থেকে গোলা নিক্ষেপ করে ইত্যাদি ইত্যাদি।
সাদা মনের মানুষ- ছাত্র জীবনে এক আপু তার দিলে কাঁদা লাগিয়ে দিয়ে ছিল।
এহসান সাবির- তার মুভি না দেখলে দু’চোখে ঘুম আসে না।
আহমেদ জি এস - গার্ল ফ্রেন্ডস এর প্যারা থেকে বাঁচতে যিনি ব্লগে সময় কাঁটান।
ঠ্যঠা মফিজ- ইতিহাস নিয়ে তার নাড়াচাড়া ব্লগে তার সরব উপস্থিতি।
সাহসী সন্তান- মুখে মুখে যতই বাহাদুরির কথা বলেন না কেন মনের মানুষের কাছে বিড়াল মিউ।
দিশেহারা রাজপুত্র- সমস্যা নাই বেঁদের মেয়ে জোছনা আজও তার জন্য অপেক্ষ করে।
খায়রুল আহসান - নিরেট ভদ্র লোক।
ইকরাম উল হক- ব্লগ তার জন্য রক্ত শূণ্যতায় ভোগে।
জেন রসি- অসাম্প্রদায়িক চেতনার যার অসি।
মানসী- যার হৃদয়ে সরল রেখা।
রেজা ঘটক - বিয়ে শাদীর তদবির না করেও সে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপে ‘কাজী’
মোটা ফ্রেমের চশমা- ঘটনার ভিতরের ঘটনা যে খুঁজে ফিরে।
সাইফুল্লাহ শামীম- তেলবাজি লেখা না লিখেও যে সামুতে হট ফেবারিত।
ব্লগ সার্চম্যান- কিছু বলার নাই। দরকার হলে সার্চ করেন।
প্রান্তিক বাঙ্গালী- নির্বাচনে দাঁড়ালে গামছা অথবা লুঙ্গি প্রতীক নিতে পারেন।
ক্লে ডল- বাবরি ডল নিয়ে যখন বাচ্চাদের পোষায় না তখন বিকল্প হিসেবে ক্লে ডল কে নেয়।
কাজী ফাতেমা- যার পোষ্টে ছবিতে থাকে চমক।
সচেতনহ্যাপি- নিজে হ্যাপি হলেও বন্ধুদের কষ্ট যাকে সব সময় পোড়ায়।
জে এস সাব্বির- যার লেখাতে যাদু নয় ছুড়ে মারে তীর।
বিদ্রোহী ভৃত- যার লেখাতে শেষ হয়েও হয়না শেষ।
অপু তানভীর- গল্প লিখে পেতে চান খ্যাতি।
সামু পাগলা শুন্য শুন্য সাত - যার লেখাতে পড়ে কপালে ভাজ।
ডঃ এম এ আলী- বিশ্লেষণধর্মী লেখা যার কাজ।
মহাসমন্বয়- বাহিরে কোন কিছুতে ভয় না করলেও ঘরে মিন মিন করে।
জুন- ব্লগে দেওয়ার মত আরো অনেক কিছু বাকি আছে।
নেক্সাস- টেক্সাস থেকে রমণীদের দৌড় খেয়েছে যে ভাই।
রাজীব নুর - পোষ্টে নিজের ছবি দিতে ভালো বাসেন।
অতৃপ্তচোখ- ছোট খাট ঘটনাও যার কাছে বড় হয়ে উঠে।
কাল্পনিক ভালোবাসা - পোষ্টে কার কি লেখাতে ভুল আছে তার খোঁজে বের করতে উস্থাত।
ফেরদৌসা রুহী- কবুতর আর নিরীহ
সায়ান তানভি- গল্প যার ভালো লাগে।
এ্যাডওয়ার্ড মায়া- ভদ্র ছেলে তবে মেয়ে সামনে পড়লে চোখ 360 ডিগ্রি কোণে ঘোরে।
ফিল্ড মার্শাল- জ্ঞাতিতে আইয়ূব খান হলেও ভন্দ্র লোক কিন্তু নিরীহ টাইপের।
আব্দুল্লাহ তুহিন- মেয়ে পটানোর যার দীর্ঘ অভিজ্ঞতা আছে।
ফরিদ আহমেদ চৌধুরী- ব্লগে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখেন।
আরো যাদের ভালো লেগেছে-
গালিব মেহেদী খান, অনু, তাওিহদ অদ্রি, খায়রুল আহসান, অকাল কুষমান্ড, মাস্টার মাইন্ড, সজল জাহিদ, কানামাছি, আমি ইহতিব, মুসাফির নামা, সুব্রত দত্ত, চন্দ্ররথা রাজশ্রী, মোস্তফা সোহেল, বঙ্গ ভূমির রঙ্গ মেলায়, রেজাউলবেষ্ট, চৌধুরী ফারুকুর রহমান, ইমরাজ কবির মুন, সামু পাগলা 007, ঈপ্সিতা চৌধুরী, কাউসার সিদ্দিকী, কবি হাফেজ আহমেদ, দুর্যোধন, মাইনুদ্দিন মইনুল, রুদ্র জাহেদ, নীলসাধু, নবীন ব্লগার, বোকা মানুষ, আবু শাকিল, কামরুন নাহার বীথি, অগ্নি কল্লোল, খোলা মনের কথা, মনিরা সুলতানা, শরতের ছবি, জ্ঞানহীন বিজ্ঞানী , স্টাইলিশ বয়, হাতুড়ে লেখক, বেরসিক কথক, কাবিল, তারেক ভূঁঞা, মোঃ মঈনুদ্দিন, কবি, পঞ্চগড় জয়, আমিই সাইফুল, সায়েম মুন, কয়েস সামী, অণুষ, আলম দীপ্র, নাঈম জাহাঙ্গীর নয়ন, রানা আমান, রঙ্গীন ঘুড়ি, কাজী সূচীর হাসান, ইফতেখার ভূইয়া, নীলসায়র, সত্যের ছায়া, আর. এন. রাজু , কলা বাগান-1, শহীদুল হক মাইণক, স্বপ্ন বীথি, হাসু মামা, বুড়ো হিমু, নুরুন নাহার লিলিয়ান, মিকাইল ইমরুজ, আহ্ রুবন, তাল পাতার সেপাই, মো: রাসেল, রিনকু 1977, মোশারফ হোসেন, কাঙ্গাল মুরশিদ সহ আরেক অনেক প্রিয় ব্লগার আছেন যাদের নাম এই মর্হুতে সংযুক্ত করতে পারছিনা।
বি:দ্র: কারো যদি আপত্তি থাকে নাম বাদ দিয়ে দিব।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০