সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ গোদনাইল পানির কল এলাকার এসিআই ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের সঙ্গে রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশের। শ্রমিকরা কারখানাও ভাংচুর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকেরা কারখানার ভাংচুর চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ৩০/৪০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে।
পরে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয় বলে ওসি জানান।
সংঘর্ষে পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।
বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ৪০০ শ্রমিক কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকেরা কারখানার ভেতরে দফায় দফায় মিছিল করে। এক পর্যায়ে তারা কারখানার মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদকে অবরুদ্ধ করে রাখে। এরপর তারা কারখানার দুটি ইউনিটে (এনিমেল ড্রাগস ও হিউম্যান ড্রাগস) হামলা ও ভাংচুর চালায়।
সকাল ১১টার দিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। তখন শ্রমিকেরা পাল্টা পুলিশের ওপর ইটপাটকেল ও ওষুধের বোতল ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। শ্রমিকরা ওই সময় কারখানার ১০/১২টি গাড়ি ভাংচুর করে। এরপর পুলিশ রাবার বুলেট ছোড়ে।
বুলেটবিদ্ধ ১৫ জনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আর্মড পুলিশের নায়েক মনির হোসেন, কনস্টেবল হেলাল, শ্রমিক সোহেল, ময়না, সজিব, মামুন, রাসেল, বিল্লাল, আরিফ, সিরাজ, আতিকুল্লাহ, হারুন, নাঈম, আক্তার, শামীম, শহীদুল, জাবেদকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক এনামুল হক (২৫) দুপুর সাড়ে ১২টার দিকে মারা যায়। তার বাড়ি রংপুরে। তিনি শহরের হাজীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। কারখানার অস্থায়ী শ্রমিক হিসেবে তিনি কর্মরত ছিলেন বলে শ্রমিকরা জানায়।
এনামুল কীভাবে মারা গেলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রমিকদের হামলায় আহত জিএম ইশতিয়াককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইশতিয়াক সাংবাদিকদের বলেন, "শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করছিলো। সকালে তারা কারখানায় হামলা ও ভাংচুর চালালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
লিংক এখানে
বিডি নিউজ ২৪.কম থেকে কপি পেষ্ট
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯