মা আপনার সাথে আমার অনেকদিন কোনো কথা হয় না। আসলে অনেক কথা বলতে পারি না। লাইফে এক্সপেক্টেশন বেশি চলে আসছে। কিন্তু সেটা আমি পুরন করতে পারিনি। আর আপনারা এমন একটা পরিবেশ তৈরী করে ফেলছেন যেখানে অনেক টাকা ভালো জব না হলে কারো কাছে আপনি গল্প করতে পারবেন না। ছোটো বেলা থেকে দেখছি আপনাদের ইচ্ছা আমাকে সবার চাইতে উপরে উঠতে হবে। কিন্তু সেই ক্ষমতা আমার আর নাই। বিদেশে আশার পর এখানকার ভাষা, পড়াশোনা, কাজ, বিয়ের টেনশন সব মিলায়ে আমি এতো প্রেশার নিতে পারিনি। দেশে থাকতে তো কোনো টেনশন ছিলো না, সেই জন্য সব মনোযোগ ছিলো পড়াশোনায়, যদিও শেষের দিকে একটু সমস্যা করছিলাম কিন্তু অনার্সের রেজাল্টটা কোনো রকম ভালো করছি। আর আমার তেমন কোনো বন্ধুও বানাতে পারি না যার কাছে সব কথা বলতে পারি। কারন নিজের সমস্যা কাউকে বললে সে আরো প্লেজার ফিল করে। আর আপনাদের তো আরো বলতে পারি না। আমি এমন এক বৃত্তে বন্দি হয়ে গেছি কাউকে বলতে পারি না। আমি অনেকদিন কারো সাথে কথা বলি না। সবার সাথে যোgগাযোগ নষ্ট করে ফেলছি। এখন তো অনেকদিন কারো সাথে কথাও বলতে পারি না। রুমের ভিতর অনেকদিন থেকে নিজেরে বন্দি করে রাখছি। কেন জানি পরিচিত মানুষ দেখলে ভয় লাগে। আমি আসলে মরে গেছি অনেক আগেই। তো এভাবে আর দিন পার হচ্ছে না। সবকিছু চারদিক থেকে এমন করে আগায় আসছে এমনিতেই দম বন্ধ হয়ে আসছে। না খেয়ে থাকা যায় কিন্তু এভাবে বাচা আর সম্ভব না। আমি জানি সব দোষ আমার। নিজের ভাগ্যের জন্য কাউকে কাউকে দায়ী করা যায় না। আব্বু আপনি অনেক কষ্ট করছেন এখন আমার উচিত সব কিছু করা। আমি আসলে কারো কাছে হেল্প চাইতে পারি না। সব কিছুর জন্য নিজেরে দায়ী মনে হয়। অনেক বার আপনার কাছে বলার ট্রাই করছি কিন্তু কোনো কথায় হয় না। আপনার কাছে ফোন দিলেই এই ওমুক এই চাকরী করছে তমুক এতো ভালো বেতন পাচ্ছে , আমি আর কিছু বলতে পারি না। জীবনে আর যাইহোক ভালো সময় গুলা পার করে ফেলছি। এখন বেচে থাকার কোনো অর্থ খুজে পায় না। সময় খুব কঠিন জিনিস , কাউকে ক্ষমা করে না।
আমি বুজছি আপনাদের অনেক কষ্ট হবে। কিন্তু আমি অনেক যন্ত্রনার ভিতরে আছি। আপনাদের আর কি বলবো। আসলে সবাই মারা যাবে। কেউই তো বেচে থাকবে না। আমি এখন না হলেও হয়তো অন্ন্য সময় অনন্তকাল তো আর বেচে থাকছি না।
আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসছি তারপর থেকে তো বাইরেই আছি। বাড়িতে তো আর ফেরা হবে না কোনোদিন।
আমার আসলে কারো উপর কোনো রাগ নেই , কোনো অভিযোগ নেই। সমস্ত দোষ আমার নিজের। হয়তো অলসতা করেছি বেশি, অনেক পরিশ্রম করতে পারিনি। সময়ের কাজ সময়ে করিনি। অনেক ভুল ডিসিশান নিছি।
আর আমিতো ছোটো বেলা থেকেই অনেক ইন্ট্রোভার্ট সেটা তো জানেনই । এই জন্য ছোটো বেলায় বাইরের কেউ আসলে সামনে যেতাম না লুকাই থাকতাম। সেইটা এখন সব মানুষের জন্য হয়ে গেছে। এটা আসলে অসুস্হতা নাকি তাও জানি না। যাইহোক সেই সমস্যা রয়েই গেছে।
অনেকদিন থেকেই এই সব সমস্যা চলছে। কাউকে কেনোজানি বলতে পারি না। হয়তো তেমন কাছের কাউকে বানাতে পারিনি। সব কিছুই আমার সমস্যা।
আর কি বলবো, আমি জানি এটা অনেক পাপের কাজ। কোনো ক্ষমা হয় না। আর সবার এতো আশা ভরসা অনেক ভালো কিছু করবো। কিন্তু কিছুই করতে পারছি না।
লাইফে অনেক কিছুই তো উপভোগ করলাম, কতো সুন্দর সুন্দর বই পড়ছি, কত জায়গা দেখছি। অনেক ভালো ভালো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে। তাদের সাথে কিছু ভাল সময় কাটাইছি। আমার জন্য যথেষ্ঠ।