গত কয়েকদিনের পোস্ট এবং মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ব্লগে ধাঁধা পছন্দ করেন এমন ব্লগার কয়েকজন আছেন। পোস্ট দেয়ার সাথে সাথে তারা দ্রুত উত্তর দিয়ে দেন। সেই ধারাবাহিকতায় আমি আরও একটা ধাঁধার পোস্ট দিলাম। ধাঁধাগুলি বেশী জটিল তাই প্রয়োজনে ক্যালকুলেটরের সাহায্য নেয়া যেতে পারে।
১। সম্পূর্ণ কাল রঙের লম্বা গাউন পরে সোনাগাজী সাহেব নিউইয়রকের একটা বিদ্যুৎবিহীন গলির মাঝখান দিয়ে হাঁটছেন। আসে পাশে কোন মানুষজন নেই। কবরের নিস্তব্ধতা বিরাজ করছে। ওনার গা ঘেঁসে এক সুন্দরী ললনা যাওয়ার সময় সোনাগাজী সাহেবের সাথে ধাক্কা লাগলো । সোনাগাজী সাহেব ললনার ধাক্কা খেয়ে ম্যানহোলের মধ্যে পড়ে গেলেন। অনেক কষ্ট করে ম্যানহোল থেকে উঠে খুড়িয়ে খুড়িয়ে হাটতে লাগলেন। একটা কালো গাড়ি আসছে। গাড়ির হেড লাইট বন্ধ ছিল। সোনাগাজী সাহেবের ঠিক সামনে গাড়িটা দ্রুত ব্রেক করলো এবং সোনাগাজী সাহেব এই যাত্রা বেঁচে গেলেন। প্রশ্ন হোল গাড়ির ড্রাইভার কি করে আঁচ করলো যে সোনাগাজী সাহেব রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন?
২। রাজীব সাহেব একটা ১০০ তলা বিল্ডিঙের ১০০ তলাতে বাস করেন। বৃষ্টির দিন উনি লিফটে চড়ে ১০০ তলা উঠে যান। কিন্তু বৃষ্টি না থাকলে উনি ৫০ তলাতে লিফট থেকে নেমে যান এবং বাকি পথ সিঁড়ি দিয়ে ওঠেন। কারণটা কেউ কি বলতে পারেন?
৩। পিতা ও পুত্র গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। পিতা হাসপাতালে নেয়ার আগেই মারা গেলেন। ছেলেটিকে হাসপাতালে নেয়া হোল। অপারেশন থিয়েটারে ছেলেটিকে নেয়া হোল। কিন্তু ডাক্তার বলছেন এই ছেলেটি আমার ছেলে। তাই এই অপারেশন করার মত মানসিক শক্তি আমার নাই। এটা কিভাবে সম্ভব?
৪। একটা বাড়ির একটা কক্ষ টাকা দিয়ে ভরা আছে। আরেকটা কক্ষ ভরা গুরুত্বপূর্ণ কাগজ দিয়ে। আরেকটা কক্ষ ভরা আছে স্বর্ণালঙ্কার দিয়ে। কোন কারণে বাড়িটির সব কক্ষে আগুন লেগে গেল একসাথে। প্রশ্ন হোল পুলিশ কোন রুমের আগুন আগে নেভাবে?
৫। একটা মাছ ধরার নৌকা ঘাটে বাধা আছে। নৌকাতে একটা মই আছে। মইটা ঘাটের উঁচু দেয়ালের সাথে হেলানো অবস্থায় আছে। নৌকাতে ৫ টা বৈঠা এবং ২ টা মাছ ধরার জালও আছে। মইয়ের প্রত্যেকটা ধাপের দূরত্ব ১ ফুট। প্রতি আধা ঘণ্টায় দেয়াল বরাবর পানি আধা ফুট করে বাড়ছে। প্রশ্ন হোল মইয়ের সিঁড়ির ছয়টা ধাপ পানির নীচে যেতে কত সময় লাগবে?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৭