প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মান্না দে মুলত বাংলা গানের শিল্পী হলেও বহু ভাষাতে তিনি গান গেয়েছেন। বোম্বে ফিল্মে গান গেয়েও তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন এবং সেখানে নিজের আসন মজবুত করেছেন। মান্না দের বাংলা গান আমাদের অতি পরিচিত ও প্রিয়। হিন্দি গানেও ওনার যথেষ্ট পারদর্শিতা ছিল এবং সুনাম অর্জন করেছিলেন। মান্না দের গাওয়া বহু হিন্দি গানের মধ্যে থেকে কয়েকটি বিখ্যাত হিন্দি সিনেমার গান আপনাদের সামনে উপস্থাপন করছি।
১। ইয়াশোমাতি মাইয়াসে বোলে নান্দলালা রাঁধা কিউ গোরী ম্যায় কিউ কালা
( রাজকাপুর নির্মিত 'সত্তম শিভাব সুন্দারাম' সিনামার জন্য গাওয়া গান। সিনেমাটা এবং গানটা খুব নাম করেছিল ১৯৮০ দশকে। লতা ও মান্না দের দ্বৈত কণ্ঠে গাওয়া গান এটা।)
২। ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে
( ১৯৭৬ সালে নির্মিত অমিতাভ, ধরমেন্দ্র, হেমা মালিনি ও জয়া ভাদুরি অভিনীত 'শোলে' সিনেমার একটা বিখ্যাত গান। কিশোর কুমার এবং মান্না দের দ্বৈত কণ্ঠে গাওয়া গান এটা।)
৩। জিন্দেগি কেয়সি হে পেহেলি থা ইয়ে কাভি তো হাসায়ে
( রাজেশ খান্না ও অমিতাভ অভিনীত 'আনান্দ' ছবির একটি বিখ্যাত গান)
৪। পেয়ার হুয়া একরার হুয়া হেয় পেয়ার সে
( রাজকাপুর ও নার্গিসের 'শ্রী ৪২০' সিনেমার একটি বিখ্যাত গান)
৫। আজা সানাম মাধুর চাঁদনি মে হাম
( রাজকাপুর ও নার্গিসের 'চোরি চোরি' সিনেমার একটি বিখ্যাত গান। এই সিনেমার অনুকরনে পরবর্তীতে মহেশ ভাট নির্মাণ করেন ' দিল হেয় কে মান্তা নেহি'।)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২১ রাত ১১:২৯