রবীন্দ্রনাথ ঠাকুর যে গানগুলি লিখেছেন ও সুরারোপ করেছেন সেই গানগুলিকে রবীন্দ্রসঙ্গিত বলা হয়। এছাড়া রবীন্দ্রনাথের নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত রবীন্দ্রনাথের গানগুলিকেও রবীন্দ্রসঙ্গীত বলা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকেও অনেক সুরকার সুরারোপ করে গান তৈরি করেছেন। এই গানগুলির কথা রবীন্দ্রনাথের হলেও এগুলিকে রবীন্দ্রসঙ্গীত বলা হয় না।
আবার রবীন্দ্রসঙ্গীতের সুরের সাথে সম্পূর্ণ মিল রেখে বা আংশিক পরিবর্তন ক’রে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে (বিশেষত হিন্দি সিনেমায়) গান তৈরি করা হয়েছে। গানের কথা রবীন্দ্রনাথের না কিন্তু সুরের মিল আছে রবীন্দ্রনাথের গানের সাথে। এই পোস্ট এই দুই ধরণের কিছু গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করবো।
রবীন্দ্রনাথের কবিতাকে সুরারোপ ক’রে তৈরি করা কিছু বাংলা গানঃ
এখানে মুলত পঙ্কজ কুমার মল্লিকের গানের উল্লেখ করা হোল। একটি গান আছে যেটা এ আর রহমানও পরে সুরারোপ করেছেন। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায় শেষ জীবনে রবীন্দ্রনাথের কিছু কবিতায় সুর দিয়েছিলেন। কিন্তু ওনার গানগুলি জনপ্রিয়তা পায়নি ও দুষ্প্রাপ্য তাই এখানে উল্লেখ করা হোল না।
১ ও ২। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার পঙ্কজ মল্লিককে অনুরোধ করেছিলেন, সে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা থেকে গান তৈরি করে। পঙ্কজ মল্লিক বঙ্গবন্ধুর কথা রাখেন এবং পরবর্তীতে ১৯৭৪ সালে তিনি বাংলাদেশে যখন আসেন তখন এই রকম দুইটি গান নিজে গেয়ে, রেকর্ড করে বঙ্গবন্ধুকে উপহার দেন। গান দুটি হোল
‘ ভগবান তুমি যুগে যুগে দুত পাঠায়েছ বারে বারে’ ( কবিতার নাম প্রশ্ন, কাব্যগ্রন্থ পরিশেষ)
‘ রুদ্র তোমার দারুণ দিপ্তি এসেছে দুয়ার ভেদিয়া’ ( কবিতার নাম সুপ্রভাত, কাব্যগ্রন্থ ‘পুরবী’)
(সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
৩। ‘দিনের শেষে ঘুমের দেশে’- রবীন্দ্রনাথের খেয়া কাব্য গ্রন্থের ‘খেয়া’ কবিতাকে সুর দিয়ে এই গানটি তৈরি করা হয়েছে ১৯৩৭ সালে। রবীন্দ্রনাথ নিজে পঙ্কজ মল্লিকের কণ্ঠে গানটি শুনে অনুমতি প্রদান করেন। এই গানটি ‘মুক্তি’ নামের একটি সিনেমাতে ব্যবহৃত হয় ও খুব জনপ্রিয় হয়। পঙ্কজ মল্লিক নিজেই গানটি গেয়েছিলেন। পরবর্তীতে হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমারও গানটি গেয়েছিলন। রবীন্দ্রনাথ চলচ্চিত্রের নাম ঠিক করে দেন এবং গানের কথায় রবীন্দ্রনাথ সামান্য একটু পরিবর্তনের পরামর্শও দেন। ‘চোখের জল ফেলতে হাসি পায়’-এর পরিবর্তে ‘অশ্রু যাহার ফেলতে হাসি পায়’ করা হয়। ( সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
৪। ‘আদি অন্ত হারিয়ে ফেলে’ - কবিতার নাম মেঘ। ( সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
৫। গান- হে মোর দুর্ভাগা দেশ – কবিতার নাম অপমানিত ( সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
৬। আজি এ প্রভাতে রবির কর – কবিতার নাম নির্ঝরের স্বপ্ন ভঙ্গ ( সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
৭। সন্ন্যাসী উপগুপ্তা ( কবিতা – অভিসার- কাব্য গ্রন্থ- কথা) ( সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
৮। চিত্ত যেথা ভয় শুন্য ( কবিতার নাম প্রার্থনা )
এই কবিতা থেকে পঙ্কজ মল্লিক এবং এ আর রহমান দুই জনেই গান তৈরি করেছেন।
উপরের সবগুলি গান শোনার জন্য লিংক নীচে দেয়া হোল ;
রঞ্জিত কুমার মল্লিকের সুরারোপিত রবীন্দ্রনাথের কবিতা থেকে গান
এ আর রহমানের সুরারোপিত চিত্ত যেথা ভয় শুন্য উচ্চ যেথা শির
রবীন্দ্রসঙ্গীতের সুরে ভিন্ন ভাষায় গানঃ
ভারতের হিন্দি চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের সুরে কিছু গান পাওয়া যায়। কিছু উদাহরণ দেয়া হোল;
১। মূল রবীন্দ্রসঙ্গীত – সেদিন দুজনে দুলে ছিনু বনে
এই গানের সুরে হিন্দি ছবি ‘আফসার’ এ শচিন দেব বর্মণ তৈরি করেন ‘ নয়না দিওয়ানে’।
মূল গানের লিংক সেদিন দুজনে দুলেছিনু বনে ফুল ডোরে
হিন্দি গানের লিংক নয়না দিওয়ানে
২। মূল সঙ্গিত – একদা তুমি প্রিয়ে
সুজাতা ছবিতে এই সুরে গান আছে ‘‘জ্বলতে হুয়ে জিসকে লিয়ে’
মূল গানের লিংক একদা তুমি প্রিয়ে
হিন্দি গানের লিংক জালতে হুয়ে জিস্কে লিয়ে
৩। মূল সঙ্গিত - ‘যদি তারে নাই চিনি গো’
শচিন দেব বর্মণ এই গানের সুরে তৈরি করেন ‘তেরে মেরে মিলন কি ইয়ে রেয়না’। এই গানটি অভিমান ছবিতে ব্যবহৃত হয়।
মূল গানের লিংক যদি তারে নাই চিনি গো
হিন্দি গানের লিংক তেরে মেরে মিলন কি ইয়ে রেয়না
৪। মূল সঙ্গিত - তোমার খোলা হাওয়া
আরতি মুখারজি এই সুরে ‘রাহগির’ সিনেমাতে গেয়েছেন ‘দো দো পঙ্খ লাগাকে’।
মূল গানের লিংক তোমার খোলা হাওয়া
হিন্দি গানের লিংক দো দো পঙ্খ লাগাকে
৫। মূল সঙ্গীত – খর বায়ু বয় বেগে চারিদিক চায় মেঘে
১৯৫২ সালে নির্মিত জালজালা সিনেমাতে এই সুরে গান আছে ‘ পাওয়ান চালে জোর’। সঙ্গীত পরিচালক – পঙ্কজ মল্লিক, গায়ক কে এল সায়গাল।
মূল গানের লিংক খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে
হিন্দি গানের লিংক পাওয়ান চালে জোর
৬। মূল সঙ্গীত – মন মোর মেঘের সঙ্গি
১৯৬২ সালে নির্মিত ‘ মা বেটা’ ছবিতে এই সুরে গান আছে ‘ মান মেরে উরতা জায়ে বাদাল কে সাং’। সঙ্গিত পরিচালক – হেমন্ত কুমার মুখারজি, গায়িকা – লতা মঙ্গেশকার।
মূল গানের লিংক মন মোর মেঘের সঙ্গি
হিন্দি গানের লিংক মান মেরে উরতা জায়ে বাদাল কে সাং
৭। মূল সঙ্গিত- তোমার হোল শুরু আমার হোল সারা
১৯৮১ সালের ইয়ারানা ছবিতে এই সুরে গান আছে ‘ ছুকার মেরে মানকো কিয়া তুনে কেয়া ইশারা’ ( প্রথম অংশের সুরে মিল পাওয়া
যায়, পরের অংশ ভিন্ন সুরে। ) সঙ্গিত পরিচালক রাজেশ রোশান, গায়ক- কিশোর কুমার
মূল গানের লিংক তোমার হোল শুরু আমার হোল সারা
হিন্দি গানের লিংক ছুকার মেরে মানকো কিয়া তুনে কেয়া ইশারা
৮। মূল সঙ্গিত – তুমি কেমন করে গান করো হে গুনি
১৯৯৮ সালে নির্মিত ইয়গ পুরুষ ছবিতে এই সুরে গান আছে ‘ কই জেয়সে মেরে দিলকা দার খাতকাইয়ে’। সঙ্গীত পরিচালক – রাজেশ রোশান, গায়িকা – আশা ভোষলে।
মূল গানের লিংক তুমি কেমন করে গান করে হে গুনি
হিন্দি গানের লিংক কই জেয়সে মেরে দিলকা দার খাতকাইয়ে
৯। মূল সঙ্গিত – পাগলা হাওয়া বাদল দিনে
১৯৯৮ সালে নিরিত ইয়গ পুরুষ ছবিতে এই সুরে গান আছে ‘ বাধান খুলা পাঞ্ছি উরা’ । সঙ্গিত পরিচালক – রাজেশ রোশান, গায়ক – প্রীতি উত্তম।
মূল গানের লিংক পাগলা হাওয়া বাদল দিনে
হিন্দি গানের লিংক বাধান খুলা পাঞ্ছি উরা
১০। মূল সঙ্গিত- ফুলে ফুলে ঢোলে ঢোলে
২০০৫ সালে নির্মিত পরিনিতা ছবিতে এই সুরে গান আছে ‘ পিউ বোলে পিয়া বোলে’। সঙ্গিত পরিচালক – শান্তনু মৈত্র, গায়ক- সনু
নিগাম ও শ্রেয়া ঘোষাল।
মূল গানের লিংক ফুলে ফুলে ঢোলে ঢোলে
হিন্দি গানের লিংক পিউ বোলে পিয়া বোলে
আশা করি ব্লগাররা গানগুলি উপভোগ করবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২১ সকাল ১১:২৪