তোমার খোঁজে,
এস এফ হাসান
চেরির অপরুপ নয়নাভিরাম,
হৃদয়স্পর্শী সৌন্দর্য ম্লান তোমার কাছে।
স্বপ্নময় স্বপ্নিল পৃথিবী মোর,তুমি রাজ কুমারী।
লাল পেড়ে শাড়িতে নয়,রাঙ্গাবো তোমায়,
হৃদয় রাজ্যের সবটুকু রংধনু তে।
হে ফাউজ, সুকেশিনী মোর ললনা,
এক পলকে ঝলসে গেছে নয়ন,
অার কিছু দেখবে কি করে?
চক্ষুসমুদ্রে অাব শুধু তোর,
মায়াবী মুখের হাসির জোয়ার ভাসে।
মন গহীনে সুখের প্রদীপ মিটির মিটির,
হৃদয় সাজাই সায়র সম অাশে।
এ শরীরের সকল দ্বার রক্ত স্পন্দনগুলো,
এক নিমেষেই থমকে দাঁড়ায়,
তোমায় চেয়ে দেখতে নয়ন ভরে।
থরে থরে সাজানো, স্বপ্নগুলো জাগে।
হেকে উঠে সুখ- স্বপ্নিল, প্রেম বানে।
ক্ষুধার্ত চোখ অাগ্রাসী মুখে।
শেতকণিকা, লোহিত কণিকাগুলো,
খুঁজছি না তবুও,চোখ -মুখ-পা দু'টো চলে।
তোমার চলার পথটা অনুসারন করেতে।
মায়াবী মুখ,চেরি সদৃশ,সুখ প্রতিমা তুই,
হৃদয় অবিরাম খুঁজে খুঁজে মরে তোরে!
সমাপ্ত
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫