লিপিকা তোমার জন্য
এস এফ হাসান
ছোট্ট একখানা,
লিখছি লিপাকা,করোনা তুমি মানা।
করলে হৃদয়, মেঘে ঢেকে যায়।
অম্বরি অাসার পন্থ পেয়ে যায়,
মনটা তোমার জন্য পাগলপারা,
হে সুনয়না সুস্বাগতমা।
লিপিকার সুচনায় তোমাকে জানাই।
পৃথিবীর সকল নারী অপেক্ষা,
অধিক সুশোভিতা,প্রাণ প্রেয়সী রমনা,
হৃদয় থেকে বলছি তোমায় হৃদ
গগনে একেছি,তোমার অালপনা।
হে সুনয়না সু স্বাগতমা।
সহস্র কাননের, লোহিত রং-এর
লাল গোলাপের হাসি,
অাশা নয় কামনা মোর,
ভালোই অাছো তুমি।
সুখ চাদরে মুড়িয়ে থাক,প্রার্থনা তাই করি।
হে সুনয়না, সু-স্বাগতমা!
পর সমাচার, কি বলি অার,
নেই চোখে ঘুম অামার।
ছুটিতে গিয়ে নিশি জাগিয়ে ভাবায়,
নয়ন জুড়ে অালপনা অাজ তোমার।
তুমিও কি অামার মতো,
দুিট প্রাণের হবে কি একাকার।
প্রথম দেখায় হয়েছি তোমার,
love at first sight
বলতে পারো এবার,
হে সুনয়না, সু-স্বাগতমা!
প্রানাধিক প্রাণ প্রেয়সী,প্রেমার্ঘ্যপূর্ণ পত্র
খানি তোমার তরে সঁপি।
এখন তোমায় বলে যায়,
যা ছিল মোর মুক্ত হৃদয় অাঙ্গিনায়।
পূর্ব দিকে যদি রবি না হাসে,
চন্দ্র না যায় অভিষারে,
চির সাথী তারা নিয়ে,
অপূর্ণতায় কাঁদে যামিনী,
পক্ষীকূল যদি গান না গায়,
অবনী রবে শূণ্যতায়।
হে সুনয়না, সু-স্বাগতমা,
তবুও অামি তোমার পানে ছুটতে চাই।
যদি পুষ্প কাননে ফুলনা ফোঁটে,
ধরার বুকে বসন্ত না হাসে,
সুনীল অাকাশমেঘে ঢেকে যায়,
মনোহরণী এই পৃথিবী,
মরুভুমিতে রুপ নিয়ে বাস যোগ্যতা হারায়,
তবুও অামি তোমার,ওই শ্রাবস্তীর
কারুকার্যমন্ডিত অাঁখি পদ্ম চেয়ে বাস
করতে রাজি অাবে,
হে সুনয়না, সু-স্বাগতমা,
বলনা তুমি রাজি অামার তরে।
হে মোর মনোহিরণী, তোমার গোলাপ সদৃশ্য,
ওষ্ঠাধারের কল্লোলিত হাসির স্রোতে,
মন হারাতে ব্যকুল অামি,
এই লিপিকা তোমার তরে,
হে সুনয়না, সু-স্বাগতমা,
করবে না মোরে জীবন সাথী?
নিষকুলষিত ওই চাহনিতে,
অামার স্বপ্ন,স্বর্গ অাছে মিশে,গ্রানাইড সদৃশ্য
লোচনেতে হাজারো স্বপ্ন ভাসে,
যদি গো তোমার সাই মেলে,চির বরফের
এন্টার্টিকা মোর,সবুজে যাবে ভরে,
হে সুনয়না, সু-স্বাগতমা,
লিপিকার যবনিকায় সহৃদয়ে জানাই।
অামার হৃদয় মন্দিরে তোমার ছবি,
যদি গো অাব সাই না পাই,
স্বপ্নগুলো হারাবে অাকাশ,
শত নিরাশার হবে নিবাস,
স্পৃহা যাবে ডুবে,গহীন বিষাদ সিন্ধু নীড়ে,
কাঁদবে অাকাশ ভাসবে ভুবন,নেত্রবারি জলে।
হৃদয়ে হবে রক্তক্ষরণ, হারাবে সুখের রঙ্গীন
ভুবন,অমানিষার কালো অান্ধকারে,
হে সুনয়না, সু-স্বাগতমা।,
দিওনা ফিরিয়ে অাবে।
এবার তবে লিপিকার টানি যবনিকা
অাশা নিয়ে বুকে, হে তনয়া, অনুরিক্ত হৃদয়,
দেখে তোমার বাদামি কায়া খানি,
তরুলতা বাহুযুগলে বন্দী হতে খুশি সবে,
পেলে সরলা তোমার প্রীতি,
হে সুনয়না, সু-স্বাগতমা,
তাহলে এবার কলম রাখি।
সমাপ্ত
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪