তুমি সুন্দর
এস এফ হাসান
তুমি সুন্দর,
সহস্রাব্দের শ্বাশত ফুল,
অনন্ত অসীম করুনাময়ের,
করুনার দান অফুরন্ত,
প্রোজ্জ্বলিত অালোক রশ্মি।
তুিম মানবী মনোহরিনী,
ফুল পরীরাও,তোমার থেকে,
নয়তো একটু দামী,
চেয়ে থাকি তাই,
দেখতে সে অপরুপ কায়া খানি।
তুিম অামার, শতো নি:স্তব্দতার,
মহা পুরুষ্কার পরশমনি,
ফুল কাননের, ফুলেল কন্যা,
অপরুপ অনুপমা,
অামার প্রিয়তমা বান্ধবী।
নিরব নিথর, শান্ত হৃদয় দীঘি,
দু'নয়নে নিদ অাসে না মোর অাবি,
তুমি সুন্দর অনুপমা, সুদর্শনা নারী,
ক্লাত পথিকের পথের শেষে,
একটু প্রশান্তির হাসি।
ক্লান্তি সকল যায় যে ভুলে,
দেখলে কায়া মিষ্টি মধুর হাসি।
তুমি সুন্দর, তুমি সুন্দর,
নিরব পদ্ম অাঁখি,
তোর জন্য উদাস হৃদয়,
দিল প্রদীপের বাতি,মোর লাগিয়া,
জ্বালাস একটু, হৃদয়ে প্রেমের বাতি।
তুমি সুন্দর, তুমি সুন্দর,
তোমাতেই, ফিরে ফিরে অাসি।
সমাপ্ত
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩