তুমি অাসবে বলে
এস এফ হাসান
অাসবে বলে মন, চেয়ে অাছে পথ,
অপলক পূৃৃথিবী খোঁজে বন্ধু তোমারে,
সময় গাড়ি চলে অনাবিল অনাবিল
দেিখ,
ঘুমুর বেঅধে গুটি-গুটি পায়।
কতো অাশে অাজ নাচে অভিপ্রায়,
স্বপ্ন-পুরীর স্বর্গ মোহন মেলা,
অালো অাধারীর রং মাখে সকাল
কি অপরুপ,
যেন ডুবলো সময় তার মহিমায়।
মাঝে মাঝে সূর্যেরর লুকোচুরিতে
পিঁপিঁলিকাগুলো,
কখনো অালো, কখনো অাঁধারে
হারায়।
দূরে মেঘলা অাকাশ, পল্লী বৃিষ্ট
ভেঁজা দেেখ,
তৃণ লতা-পাখিগুলো উকি মেরে
দেখে,
পুলকিত হৃদয় ব্যাঙ্গাচি পানিতে,
নবো সুরে গান বাঁধে।
হাফিয়ে উঠেনা দু'চোখ,
অপলক অাশে পথ চেয়ে থাকে,
প্রিয়তমা তুমি অাসবে দেখা
দিতে,
বিষন্ন হৃদয় ছটফট করে তাই পথ চেয়ে।
সমাপ্ত
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮