তুমি ছাড়া ভালো লাগে না ঐ পূর্ণিমা চাঁদ
মায়াবী জোছনা মাখা রাত
সবই যেন নিস্ফল চারিদিকে
যেন তুমি নেই জিকির ওঠে
সেই হৃদকম্পন প্রেমহীন অনুধাবন
তুমি ছাড়া ভালো লাগে না ঐ ছায়া ঘেরা মাঠ
ভালোবাসা পাঠ আম্র কানন মানুষের হাট
প্রাণের স্পন্দন।
তুমি ছাড়া ভালো লাগে না অবিরাম বৃষ্টি
তুমি ছাড়া চাঁদের আভা বাজায় বিষাদ বীণ
তুমি ছাড়া আমার ফিজিক্স কেমিস্ট্রি
সবই যেন অর্থহীন।
তুমিই দিত পারো পূর্ণতা সঠিক মাত্রায় জ্ঞানে
তুমি ছাড়া সব শূন্য ভালোবাসার অভিধানে।
তুমি দাও অর্থ তুমি দাও জীবন তুমি দাও পুষ্টি আলোকিত ভূবন স্রষ্টার সন্তুষ্টি
ভালোবাসি তোমাকেই প্রতি দিন প্রতি ক্ষণ
যেন যুগ যুগ ধরে।