আবার উঠলো ঝড়
সাথে আছে বৃষ্টি
শীতের সকাল যেন
দিয়েছি কাঁথা মুড়ি ।
হলো না যাওয়া বাইরে
সেই সুযোগ আজ নেই যে,
ঘরে বসে থেকে মন ছুটে যায়
জানালার বাহিরে।
মনের নেই যে মানা, মনের আছে ইচ্ছে ডানা
উড়তে নেই মানা আছে সেই অধিকার ।
কেমন করে তোমার কাছে যেতে হবে
মনের আছে জানা।
মন থাকে না বসে
মন যে আমার বন হরিণ তোমার চারি পাশে ।
আবার উঠলো ঝড় মনের ভেতর
তুমি ছাড়া অর্থহীন সব ই যে বিকার।
মন পাখি তার ডানা ঝাপটায় করে ছটফট ।
কখন যে হয়ে গেছে মনে মনে হিং টিং ছট।
পাখির জন্য ভালোবাসা কবিতা লিখে ডাকি
আমি যে তার মনের ভেতর সেই মনের মাঝি।
আসুক যতই ঝড় নামুক যতই বৃষ্টি
আমরা দুজন মানিকজোড় স্রষ্টার অপার সৃষ্টি
আমি হীনতায় এবার উঠলো বুঝি ঝড়
তোমার মনের ভেতর।