বসন্ত এসে গেছে
শীতের কুয়াশা কেটে যাবে
ফুটেছে ফুল ভ্রমর আকুল
ফুলের সুবাস মুগ্ধ চারিপাশ
কোকিলের কুহু ডাকে প্রেমিক হৃদয়
ডুবে যাবে ভেসে যাবে ।
প্রিয়তমা আর নয় ছলনা এবার
ছলনার উপাখ্যান সমাপ্ত করে
এবার হোক প্রেমের জয়গান ।
ভুল যদি করে থাকো ভুলে যাও সব
তোমার করা ভুল গুলো ফুল করে গাঁথা মালা
পড়া হোক এইবার এই মোর অনূরোধ!
আর নয় মিথ্যা অভিযোগ কোন
মাত্রতো কটা দিন বাঁচে মানুষ
ক্ষণিকের ধরাতে ,
তুমি এখন আর নও পাহাড় কিংবা অরণ্য
তুমি যেন বিস্তীর্ণ সমভূমি
তবুওতো এখনো বহে নদী স্নায়ুর জল তরঙ্গ
এখনও কল কল জল উচ্ছাসে।
এবার তবে
নৌকা নদী মিশে সুখ স্মৃতি হয়ে যাক
ভালোবাসার স্মৃতি আনন্দ গীতি থাক
বসন্তের অনুরাগে ।
বি: দ্র:
আজ হুমায়ূন ফরিদীর মহাপ্রয়াণ দিবস। ফরিদী ভালবাসার যথার্থ উপমা হতে পারেন। অভিনয় জগতের একজন মহাতারকা । একজন সু এবং স্বশিক্ষিত সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি মরে ও যেন অমর। মৃত্যুর আট বছর। কম সময় নয়। ফরিদী দিনে দিনে ম্লান হয়ে লীন হওয়ার পথিক নন। দিনে দিনে তাঁর উজ্জ্বলতা বেড়েই চলছে। মঞ্চ চলচ্চিত্র টিভির সফলতম বহুমাত্রিক চৌকস অভিনেতা তিনি। আজকের এই দিনে তাকে শ্রদ্ধা জানাই । ভালো থাকুন ফরিদী । রেস্ট ইন পিস স্যার।