কিসের ব্যস্ততা শুনি?
আমিতো অবসরের বিলাসিতায় আকাশের তারা গুনি!
কাজে চাপে নুয়ে পরো না প্রিয়!
সুযোগ বুঝে ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও ।
গোলাপের ঘ্রাণে ভরে ওঠুক মন ।
শীতের সকালে শিশিরের পরশে সবুজ ঘাস যেমন।
কিসের ব্যস্ততা শুনি!!
আয়েসের আলোয় আলোকিত কর তব সোনার দেহখানি ।
আর মনকে প্রবোধ দাও
ব্যস্ত জীবনে মনের গহীনে ফুসরৎ খুঁজে নাও ।
বুকের গহীনে কষ্ট করো না লালন
কষ্টে কেষ্ট মিললেও অযথা কষ্ট বারণ ।
একটি গোলাপ দিলাম তোমার কোমল হাতে
আর একটি গোলাপ বিলাসিতার অভিমুখে ।
একটি না হয় ছুঁড়ে দেবো ঐ আকাশের নীলে
ব্যস্ততা থাক ক্ষণিকের অবসরে ভালবাসার ছলে ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯