তবে কি পণ করেছো আসবেনা আর আভিমানে।
কিভাবে অভিমান ভাঙবে তোমার স্রষ্টা জানে!!
তুমি তো সবই জানো হৃদয়রেখা পড়তে জানো
তবে কেনো লুকিয়ে থেকে এ হৃদয়ে শূণ্যতা দানো ।
আমি তো হেঁটে হেঁটে আকাশকুসুম স্বপ্ন এঁকে তোমাকে চাই
হৃদয়ের চোরাগলি দারুন ফাঁকা তোমার না থাকায় যাই মরে যাই।
এভাবে আর ব্যথার পাহাড় বাড়াবে কত?
একবার এসে যাওনা হেসে দূর কর সব মনের খত।
আর কিছু না চাই
মনের বনে তোমার সনে হারিয়ে যেন যাই ।
অনুভবে কর পল্লবে মিষ্টি মধুর প্রলয়মাঝে
চাই তোমাকে চাই ।
চলে এসো হৃদয়ের রানী
ফুলে ফুলে ভরে দাও তুমি
আমাদের বাগানটা ।
একবার পাখি হও একবার নদী
একবার প্রেম হও মৃত্যু অবধি ।
বিরহের কাঁটা সব করে দাও দূর,
দুঃখ প্রশমনে হও কবিতামুখর।
চলে এসো হৃদয়ের রানি
হতে পারি নগন্য আমি
তবু এ হৃদয়টা হীরের চেয়ে দামী ।
আকাশলীনা , তুমিহীনা এ জীবন অথৈ সাগরে
চলে এসো এইখানে থেকোনা আর দূরে ।
উৎসর্গ ঃ ব্লগার অপসরা বরুণা শায়মা ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬