দরজার কড়া নাড়ছি
সম্ভাবনার সীমানা অবদি
একদিন নাড়বো না আর
নিজেকে ভেবোনা আবার —বিজয়ী।
বিজয়ীর বেশে নতুনের হবে আভির্বাব
সে যে কঠোর নিয়তি— ভালবাসার অভিশাপ।
আপাত কক্ষচ্যুত মনে হলেও
ব্যাপারটি তেমন নয় ।
যেখানে ক্ষুদ্র বিন্দুটি হতে পারলে না
বৃত্ত কি করে হয়?
মহাবিশ্বের চিরন্তন নিয়মে
ঘুরছে সবই কেন্দ্রের নিয়ন্ত্রণে।
শুধু বিন্দুটি হতে হয়
দৈর্ঘ্য প্রস্থহীন অতি ক্ষুদ্র এক বিন্দু।
তাকে ঘিরেই সৃজিত হয় সিন্ধু ।
একদিন থেমে যাবে কড়ানাড়া
সেদিন ধূলো জমে হবে স্মৃতিরা দিশেহারা।
যেদিন দম্ভভরে মনের অগোচরে সব হারাবে তুমি
সেদিন নতুন দ্বীপের সৃষ্টি হবে সাগরের বুক চুমি।
তখন যদি মহাশূণ্যতার খোলস ভেঙে বিন্দু হতে চাও
ভালবাসার নিঠুর ছলনায় ডুববে তুমি পাবেনা কোন নাও।
আজও দরজার কড়া নাড়ছি বারেক ফিরে চাও
আকাশলীনা ,অহংবোধ পদদলে ভালবাসার বিন্দু হয়ে যাও ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩