মেয়ে তোমার নিরবতা আমাকে পাথরের মত শুষ্ক করে দিল
অথচ আমি তোমার জন্য এফোঁড় ওফোঁড় হতে রাজি ছিলাম;
আসলে অনুভূতির সবটুকু মালিকানা তোমাকে দিয়েছিলাম
কারো কটাক্ষে আঁচড় লাগেনি আমার নিথর গায়
আমি ছিলাম প্রচন্ড কাতর তোমার আকাঙ্খায়
তুমি ছুঁয়ে দিলে আমি দ্রবীভূত হতাম
সাগরের জলে লবন যেমন নিরাকার।
আমি আকাশ হয়ে ছিলাম
নীল রঙের বেদনার্ত আকাশ।
আমি বাতাস হয়ে ছিলাম
ঝিরঝিরে চৈতালী বাতাস।
আমি আগুন হয়েছিলাম ভালবাসার অলংকার গড়বো বলে।
আমি তোমাতেই হারিয়ে গিয়েছিলাম
তোমার অনুমতির অপেক্ষা করিনি ।
তুমি কবিতা ভাল বাস বলে
অতঃপর নিরুপায় আমি কবি হয়েছিলাম;
কবি হওয়ার মত আর কোন হেতু আমার ছিল না।
আমার রন্ধ্রে রন্ধ্রে তুমি কবিতা হয়ে ছিলে আমার
আমার গায়ে জ্বর এনে দিয়েছো কতবার
আমাকে কত অনিদ্রা দিয়েছো উপহার
অতঃপর আমাকে ভালবাসার কাঙাল করে ছুড়ে ফেলেছো
মহাকাশে অজানা কোন নীলে ।
আমি অবাক হয়ে ভাবি
তুমি কি শুধুই ব্যথা হয়ে ছিলে আমার
অথচ আমি হৃদয়টা আকাশ করেছিলাম তোমার ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫