একদিন জন্ম হয় ঢিব ঢিবে আলোর রূপে অপার সম্ভাবনার
একদিন জানা হয়ে যায় যে রহস্যঘেরা সব কত না অজানার।
একদিন সৃষ্টি ঘটে ক্ষুদ্র মাটির দেহ
তার ভিতরে বসত গড়ে অমর কোন কেহ।
একদিন দেহ মিলে যায় ক্ষুদ্র ধূলিকণায়
কর্মগুলি কারো তবু বেঁচে থাকে জানি ইতিহাসের সোনালী ডানায়।
কতগুলি কীর্তি রয়ে যায় মনে নিভৃতে— নির্জনে
আর কতগুলি কীর্তি চোখ খুলে দেয় সফলতা সন্ধানে।
হয়তো প্রতিটি জন্মদিনে হৃদয়ের গহীনে
শৈশব কৈশোর অনেক স্মৃতি মনে পড়ে যায় আনমনে।
এই মহালগনে নতুন কোন উপলব্ধি আর তোমার নব নব চেতনা
দেশের —দশের— মানবের তরে নিবেদিত হোক আমাদের এই কামনা।
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
কি ভেবে ভেবে কাটছে এদিন তার কোনটি না জানি
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
মানুষের মাঝে পৌঁছে দিয়ো আলোকবর্তিকা সব খানি।
মানুষের ভালবাসায় সিক্ত হয়ে দারুন সুখ নিয়ে রচে যাও জীবনী
প্রেরণা হয়ে শক্তি হয়ে হয়ে স্নেহমাখা জননী ।
--------------------------------------------------------
সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।তার সর্বাঙ্গীন
সাফল্য ও মঙ্গলকামনা করছি । জানা আপু যেখানেই থাকুন ভাল থাকুন ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮