এ কেমন নিষ্ঠুর নিরবতা?
দ্বাররুদ্ধ করে দিয়ে চোখের আড়ালে থাকা,
চোখের অগোচরে তুমি তাই মন ভাল নেই
চারিদিকে ঘিরে আছে যেন রাজ্যের ব্যর্থতা।
_______নিষ্ঠুর খেলায় আছো কেন মেতে
জানিনা কি লাভ হয়েছে তাতে!
অগুচরে আনাগুনা
আমার উঠুনে
তোমার।
সময় যাচ্ছে চলে
__________চাঁদের জোছনা গায়
__________কখনো কালো মেঘমেখে
__________কখনো চৈত্রের বিষম খরায়
সময় চলছে টগবগিয়ে অশ্বগতিতে প্রায়।
______এ কেমন মৌন বেলা চাতকের
_____খঞ্জরসম তা যেন নিরব ঘাতকের
__একটু একটু করে
__যাচ্ছে যেন ছিড়ে
ধৈর্য্যের বাধ।
_____এ অনন্ত প্রতীক্ষা
_____সহ্য হয় না আর।
______এসে যাও প্রাণে প্রিয়া
এসে যাও হৃদয়ে আমার।
প্রকাশিত হও রুপোলী জোছনায়
পৃথিবী জেনে যাক সূর্যালোকে তায়
ভেঙ্গে ফেল ও কপাট ,মিথ্যের আভরণ;
ছিড়ে ফেল কপট শেকল ,মিথ্যে সে পণ
___________জোয়ার ভাটার খেলায়
____________প্রাণের মিলন মেলায়
চল মিলে মিশে হই একাকার
ভেঙে ফেল সব বাধার পাহাড়।
__ভুলে যাও অভিমান;
_______মুছে দাও বিষাদ জ্বালা
______বন্ধ করো এ নিঠুর খেলা
হয়ে যাক অভিসার,
সহ্য হয়না আর;
ব্যর্থ এ কড়ানাড়া
এ বিরহ ভার;
হৃদয়ের এপিটাফে
রচিত হোক আজি প্রণয়ের অভিধান।