১৩ই নভেম্বর
জন্ম তারিখ, মৃত্যু নাহি তার
নূহাশ পল্লীর সজীব আবেশ
ঔষধি বৃক্ষ লীলাবতী দীঘি মৎসকন্যা শিল্পীর রঙতুলি
নানান রকম বিলাস আর নরমস্তক খুলি
অমর সৃষ্টি যার ;
মৃত্যু হয়না তার।
বাংলা নাটক অচিনবৃক্ষ চলচ্চিত্র শ্যামলছায়া
আগুনের পরশমনির ছূয়া
নন্দিত নরকের যাতনা এই সব দিন রাত্রির মায়া
কোথাও কেউ নেই শুধু একাকিত্ব অমরকীর্তি যার;
মৃত্যু হয়না তার।
চারিদিকে আজ হিমু মিসির আলী বাকের ভাই;
কে বলে হুমায়ূন আহমেদ মৃত আমি বলে মরে নাই ।
গুলতেকিনের অমর সৃস্টি শাওনের অমর প্রেম
শীলা নোভার ভালবাসায় সিক্ত অপরিসীম
সারি সারি গল্প উপন্যাস রম্যগল্প মাঝে;
কত বিনোদন কত যে বেদন,
কত আনন্দ কত যে কথন,
করিছে বিতরন সকাল বিকাল সাঁঝে।
লাখ ভক্তের ভালবাসায় সদাই সিক্ত যিনি,
চির অমর চির অক্ষয় অব্যয় চিরঞ্জীবি তিনি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩